বুরখায় মুখ ঢাকা, আলিয়ার গোপন ফোন ! কেসটা কি?
Last Updated:
কাকে ফোন করছেন আলিয়া ? বুরখার আড়ালে কেনই বা মুখ লুকিয়েছেন তিনি? কেসটা কি?
#মুম্বই: কাকে ফোন করছেন আলিয়া ? বুরখার আড়ালে কেনই বা মুখ লুকিয়েছেন তিনি? কেসটা কি?
গপ্পোটা হল, সম্প্রতি প্রকাশ্যে এসেছে আলিয়ার নতুন ছবি রাজি-র টিজার ৷ আর এই টিজারেই একেবারে অন্যরকম অবতারে দেখা গেল আলিয়াকে ৷ ৪০ সেকেন্ডের এই ভিডিওতে, আলিয়ার ছোট্ট সংলাপ ৷ ‘উসপার সে কোই খবর আয়ি? হা পরসো হাম মিল রহে হ্যায় !’ তারপরই বুরখায় মুখ ঢেকে চলে গেলেন আলিয়া !
advertisement
advertisement
সাসপেন্সে মোড়া ‘রাজি’ টিজার ইতিমধ্যেই কৌতুহল ছড়িয়েছে গোটা বলিউডে ৷ ১০ তারিখ মুক্তি পাবে পুরো ট্রেলার ৷ ছবির পরিচালক মেঘনা গুলজার ৷ এই ছবির শ্যুটিং হয়েছে পঞ্জাব, কাশ্মীর ও মুম্বইতে ৷ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধকে প্রেক্ষাপটে রেখেই তৈরি হয়েছে এই ছবি ৷ লেখক হরিধর সিক্কার ‘কলিঙ্গ সহমত’ ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মেঘনার ‘রাজি’ !
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2018 8:00 PM IST