Ajit Pawar Plane Crash: অবতরণের সময়েই বিপত্তি ! অজিত পওয়ার-সহ ৫ জনকে নিয়ে বারামতীতে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ajit Pawar Dies In Plane Crash Video: জানা যাচ্ছে, জরুরি অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। বিমানে মোট ৫ জন ছিলেন। অজিত পওয়ার-সহ প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর ৷
মুম্বই: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারকে নিয়ে ভেঙে পড়ল একটি প্রাইভেট বিমান। সোমবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের বারামতীতে। জানা যাচ্ছে, জরুরি অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। বিমানে মোট ৫ জন ছিলেন। অজিত পওয়ার-সহ প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর ৷ বারামতীতে বুধবার ব্যক্তিগত এবং প্রশাসনিক কাজ ছিল অজিত পওয়ারের। আজ বিকেলে এখান থেকেই মুম্বই ফেরার কথা ছিল তাঁর।
দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর বিমানের সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাতে আগুন ধরে গিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।
#WATCH | Mumbai to Baramati charter plane crash landed at 8.45 am in Baramati, Maharashtra today. Deputy CM Ajit Pawar was on board.
Visuals from the spot. pic.twitter.com/A8edBaeUbM
— ANI (@ANI) January 28, 2026
advertisement
advertisement
বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও পাঁচ যাত্রীর। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করতে থাকে দমকল। কিন্তু দুর্ঘটনাগ্রস্থ বিমানে কারোরই বেঁচে থাকা সম্ভব ছিল না ৷
advertisement
এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজোট’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
Jan 28, 2026 10:30 AM IST









