Narendra Modi on Ajit Pawar Death: ‘জননেতা ছিলেন, তৃণমূল স্তর পর্যন্ত যোগাযোগ ছিল,’ অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অজিত পওয়ারের হঠাৎ মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মোদি লেখেন, ‘তাঁর অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি’৷
নয়াদিল্লি: মহারাষ্ট্রের পুণের বারামতীতে নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ যান্ত্রিক গোলযোগ না অবতরণের সময় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ অজিত পওয়ারের মরদেহ বারামতী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে৷ ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় ওই চার্টার্ড বিমানে থাকা দুই বিমানকর্মী সহ ৫ জনেরই মৃত্যু হয়েছে৷
অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লেখেন, ‘শ্রী অজিত পওয়ারজি জনগণের নেতা ছিলেন৷ তৃণমূল স্তর পর্যন্ত তাঁর যোগাযোগ ছিল৷ কঠোর পরিশ্রমী৷ মহারাষ্ট্রের মানুষের জন্য যাঁরা কাজ করেছেন, তাঁদের মধ্যে প্রথমসারির নেতা ছিলেন তিনি৷ প্রশাসনিক বিষয়ে তাঁর জ্ঞান এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি তাঁর আগ্রহও উল্লেখযোগ্য ছিল’।
advertisement
advertisement
তাঁর হঠাৎ মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মোদি লেখেন, ‘তাঁর অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি’৷
Shri Ajit Pawar Ji was a leader of the people, having a strong grassroots level connect. He was widely respected as a hardworking personality at the forefront of serving the people of Maharashtra. His understanding of administrative matters and passion for empowering the poor and… pic.twitter.com/mdgwwGzw4R
— Narendra Modi (@narendramodi) January 28, 2026
advertisement
অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূও৷ লেখেন, ‘মহারাষ্ট্রের বারামতীতে একটি বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী, শ্রী অজিত পওয়ারের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। এমন অকালে অজিত পওয়ারের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি৷ উনি মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে, বিশেষ অবদান রেখেছেন৷ ওঁর পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাই৷’
advertisement
অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও৷ এই দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং হতবাক৷ আজ সকালে বারামতীতে বিধ্বংসী বিমান দুর্ঘটনায় যেভাবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে, আমি তাতে ব্যক্তিগত ক্ষতি অনুভব করছি৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maharashtra
First Published :
Jan 28, 2026 11:27 AM IST











