Pesticides in Fruits and Vegetables: 'পেসটিসাইড'-এ ক্যানসারের বীজ, কমছে প্রজনন ক্ষমতা,কোন ফল ও সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন? জানাচ্ছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
U.S. Department of Agriculture and the Food and Drug Administration-এর তরফে চালানো একটি সমীক্ষা চালানো হয়। ৪৬ রকম বিভিন্ন ফল ও সবজির ৪৬০০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দেখা যায়, এমন ১২ টি ফল ও সবজি রয়েছে, যাদের মধ্যে কীটনাশকের পরিমাণ সবচাইতে বেশি
এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) প্রতি বছর এমন ১২টি ফল ও সবজির একটি তালিকা প্রকাশ করে, যেগুলিতে কীটনাশকের অবশিষ্টাংশের মাত্রা সবচেয়ে বেশি থাকে। এই তালিকাটিকে ইডব্লিউজি “ডার্টি ডজন” নামে অভিহিত করে। U.S. Department of Agriculture and the Food and Drug Administration-এর তরফে চালানো একটি সমীক্ষা চালানো হয়। ৪৬ রকম বিভিন্ন ফল ও সবজির ৪৬০০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দেখা যায়, এমন ১২ টি ফল ও সবজি রয়েছে, যাদের মধ্যে কীটনাশকের পরিমাণ সবচাইতে বেশি।
advertisement
Centers for Disease Control and Prevention -এর মতে, কীটনাশকের প্রভাবে মিসক্যারেজ হতে পারে। ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে। জন্মের সময় সদ্যোজাতর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে গঠনগত নানা ত্রুটি হতে পারে। কাজেই, সবজি ও ফল কেনার আগে সাবধান। জেনে নিন, কোন কোন ফল ও সবজিতে কীটনাশক থেকে যায়
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









