ঐশ্বর্য নয়,‘চোখের বালি’তে বিনোদিনী হওয়ার কথা ছিল এই অভিনেত্রীর !

Last Updated:
#কলকাতা: ২০০২ সাল ৷ সবে সঞ্জয়লীলা বনশালীর ‘দেবদাস’ মুক্তি পেয়েছে ৷ গোটা দেশ তো বটেই আন্তর্তাজিক চলচ্চিত্রের পরিসরে ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিয়েছে শাহরুখ-মাধুরী ও ঐশ্বর্য অভিনীত এই ছবি ৷ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সাহিত্য নিয়ে হিন্দি ছবি ৷ বাঙালির আবেগ তখন ডগবগ করে ফুটছে ৷ জাতীয় ক্ষেত্রে বাঙালির জয়জয়কার হয়েছিল সেবার ৷ তা নিয়ে উচ্ছ্বাস যেমনটা ছিল, তেমনই সমালোচনাও কম হয়নি ৷
তবে রাইসুন্দরীর সেই বাঙালি সৌন্দর্যে মজেছিল গোটা দেশ ৷ আর বাঙালি দর্শক যে, তা নিয়ে আল্হাদে আটখানা হবে, তা তো বলাইবাহুল্য ৷ আর বাস্তবে ঘটেওছিল সেটাই ৷ সোনালি সিংহাসনের উপর নীলাম্বরী ঐশ্বর্য রাই (তখনও বচ্চন হননি)৷ সে ছবি তো এখনও চোখে ভাসে ৷ বাঙালি যোগটা আরও জোরদার হল ঠিক তার পরের বছরই ৷ এক ধাক্কায় গোটা দেশের নজরটা ঘুরে গিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রির দিকে ৷ সৌজন্যে পরিচালক ঋতুপর্ণ ঘোষ ৷
advertisement
3
advertisement
‘চোখের বালি’ ছবিতে প্রসেনজিৎ ও ঐশ্বর্য ৷
তাঁর ছবিতে কাজ করতে মুম্বই থেকে উড়ে আসছেন ঐশ্বর্য রাই ৷ সেই খবরে ছয়লাপ চারিদিকে ৷ সে নিয়ে কত লেখালেখি ৷ বাঙালি অভিনেত্রী থাকতে কেন বলিউডি অভিনেত্রী আনছেন পরিচালক ৷ সে নিয়ে কত লোকের কত গোঁসা ৷ তবে শিল্প তো শিল্পের ছন্দেই চলে ৷ শুটিং শুরু হল ৷ মাঝে মধ্যেই ঋতুপর্ণ ঘোষের শুটিংয়ের সব ছবি আসতে শুরু করল ৷ পরণে আটপৌরে স্টাইলে সাদা থান ৷ ব্লাউজ নেই ৷ কোমর অবধি এক মাথা চুল ৷ সামনে এল রাইসুন্দরীর ‘বিনোদিনী’ লুক ৷ ছবির নামও এল প্রকাশ্যে ৷ ‘চোখের বালি’৷ কাজ শেষ হল ৷ মুক্তি পেল ঋতুপর্ণ ঘোষের সেই ছবি ৷ সেই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবি যাওয়া ৷ কত শত সম্নান ৷ ‘বিনোদিনী’ঐশ্বর্যকে সারা জীবন মনে রাখবে বাঙালি ৷
advertisement
তবে জানেন কি, ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে প্রথমটায় নাকি ঐশ্বর্য রাই বচ্চনের অভিনয় করার কথাই ছিল না ৷ ‘বিনোদিনী’ চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল নন্দিতা দাশ-এর ৷ এই ছবিতে তাঁর পোশাকের জন্য নাকি মাপও নেওয়া হয়ে গিয়েছিল ৷ তবে তাঁকে পরিচালক জানান, ‘বিনোদিনী’র চরিত্রটিতে ঐশ্বর্যকে নেওয়া হয়েছে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘বার্ড অফ ডাস্ক’৷
advertisement
4
নন্দিতা দাশ ৷ -ফাইল চিত্র
যে ছবির পরিচালক ঋতুপর্ণ’র দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সঙ্গীতা দত্ত ৷ সেই তথ্যচিত্রেই একটি অংশে এমনটা জানিয়েছেন অভিনেত্রী নন্দিতা দাশ ৷ এখানেই শেষ নয় ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আরও অজানা তথ্য জানা যাবে এই তথ্যচিত্র থেকে ৷ আপাতত এই ‘বার্ড অফ ডাস্ক’ বা ‘সন্ধের পাখি’প্রদর্শিত হচ্ছে প্রতিদিন সন্ধে ছ’টায় নন্দন টু পেক্ষাগৃহে ৷
advertisement
6‘ বার্ড অফ ডাস্ক’ ছবির পোস্টার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঐশ্বর্য নয়,‘চোখের বালি’তে বিনোদিনী হওয়ার কথা ছিল এই অভিনেত্রীর !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement