Airlines: প্রতিটি সিট ‘পেইড’ হতে পারে না, বিমান সংস্থার অসাধু কার্যকলাপ! কড়া বার্তা সরকারের

Last Updated:

Airlines: এই ধরনের কৌশল অবলম্বন করে গ্রাহকদের স্বার্থের সুবিধা নেওয়া হয় এবং ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী অন্যায্য বাণিজ্য অনুশীলনের শ্রেণী বিভাগের আওতায় পড়ে।

সরব সরকার
সরব সরকার
কলকাতা: সমস্ত বিমান সংস্থা এবং অনলাইন ট্রাভেল এগ্রিগেটরদের বিরুদ্ধে অসাধু ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠছে। যা উদ্বেগ বাড়াচ্ছে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের। অভিযোগ, অসাধু এই ব্যবসায়িক কার্যকলাপের মধ্যে অন্যতম হল, প্রতিটা সিট ‘পেইড’ বলে লেবেল করে দেওয়া। অথচ যাত্রীদের বলা হয় যে, সম্পূর্ণ বিনামূল্যে চেক-ইন কিন্তু বাধ্যতামূলক। শুধু এই বিভ্রান্তিকর দাবিতেই বিষয়টা থেমে নেই। এর পাশাপাশি গ্রাহকদের কনফার্মড টিকিট থাকা সত্ত্বেও তাঁদের বোর্ডিংয়ের বিষয়টা অস্বীকার করা হচ্ছে। এমনকী তার জন্য রিফান্ড দিতেও দেরি করছে ওই সংস্থাগুলি।
সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রসঙ্গে আলাপ-আলোচনার সময়ে ক্রেতা সুরক্ষা সচিব রোহিত কুমার সিং ইঙ্গিত করেন যে, বিমান সংস্থাগুলি নিজেদের অনলাইন ইন্টারফেসগুলিকে এমন ভাবে গঠন করেছিল, যা গ্রাহকদের স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়টাকে নিপুণ ভাবে ব্যবহার করে। আর এই কৌশলটাই ‘ডার্ক প্যাটার্ন’ নামে পরিচিত।
advertisement
advertisement
সংবাদমাধ্যমের সেই প্রতিবেদনেও ওই দফতরের দেওয়া বিবৃতিকে তুলে ধরা হয়েছিল। যেখান থেকে জানা গিয়েছে যে, এই ধরনের কৌশল অবলম্বন করে গ্রাহকদের স্বার্থের সুবিধা নেওয়া হয় এবং ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী অন্যায্য বাণিজ্য অনুশীলনের শ্রেণী বিভাগের আওতায় পড়ে। যদিও যাত্রীরা মাঝেমধ্যেই এই ধরনের ঘটনার অভিযোগ এনেছেন। এমনকী কখনও কখনও তো এয়ার সেবা পরিষেবার মাধ্যমেও এই বিষয়ে নালিশ জানিয়েছেন যাত্রীরা। আর এই সব সমস্যার মোকাবিলা করতে এয়ারলাইন্সগুলিকে বাধ্য করার জন্য সরকার এই পর্যন্ত অনেক লড়াই করেছে।
advertisement
ওই বৈঠকে ক্রেতা সুরক্ষা সচিব জোর দিয়ে বলেন যে, প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়ার বিষয়টা এটাই প্রমাণ করে যে, গ্রাহকদের সমস্যা কার্যকর ভাবে সমাধান করা হচ্ছে না। গত বছর থেকে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন (এনসিএইচ)-এ সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে নিয়ে প্রায় ১০ হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়েছে। সমস্ত সংস্থার সিইও-র সঙ্গে বৈঠকের সময়সূচি তৈরি করা হয়েছে। আর ওই বৈঠকে এই ধরনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Airlines: প্রতিটি সিট ‘পেইড’ হতে পারে না, বিমান সংস্থার অসাধু কার্যকলাপ! কড়া বার্তা সরকারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement