Jyotipriya mallick Sabyasachi Dutta: জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি, মিষ্টির প্যাকেট নিয়ে হাজির সব্যসাচী! তারপর ঘটল অবাক কাণ্ড

Last Updated:

Jyotipriya mallick Sabyasachi Dutta: পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান।

ফিরতে হল সব্যসাচীকে
ফিরতে হল সব্যসাচীকে
কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িও। এহেন পরিস্থিতিতে জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়িতে হঠাৎ মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিজয়া করতে জোত্যিপ্ৰিয় মল্লিকের বাড়িতে এসেছিলেন সব্যসাচী। কিন্তু বাড়ির গেটের বাইরে থেকেই ফিরতে হল তাঁকে।
সব্যসাচী বলেন, ”আমি এসেছি বিজয়া করতে। লক্ষ্মীপুজোর নিমন্ত্রণ করতে এসেছিলাম। ফোন করিনি। এসে দেখছি। মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি। তবে, আইনের পথে আইন জবাব দেবে।”
advertisement
প্রসঙ্গত, পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান। সেই রেশন দুর্নীতির উৎস খুঁজে পেতেই এবার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল তল্লাশি অভিযান করছেন বলে খবর। এ দিন, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও সকালবেলাই হাজির গোয়েন্দারা। তাঁর নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই হানা দিয়েছে তারা। চার থেকে পাঁচজন আধিকারিকের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে অমিতবাবু বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।
advertisement
সূত্রের খবর, আজ প্রায় দশটির মতো গোয়েন্দা দল বেরিয়ে পড়েছে অভিযানে। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির বিভিন্ন কিছু তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। সেই তথ্যের ভিত্তিতেই হানা ইডি-র। যেহেতু তৎকালীন সময়ে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই কারণে বাকিবুর গ্রেফতার হতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী নাম জড়িয়ে পড়ছে রেশন দুর্নীতিতে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya mallick Sabyasachi Dutta: জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি, মিষ্টির প্যাকেট নিয়ে হাজির সব্যসাচী! তারপর ঘটল অবাক কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement