মাঝআকাশে ফের গোলযোগ ! দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান ফিরে গেল হংকংয়ে

Last Updated:

Air India flight forced to return to Hong Kong: এ বার দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার AI-315 উড়ান সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশ থেকে ফিরে গেল হংকং বিমানবন্দরে।

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান ফিরে গেল হংকংয়ে (File Photo)
দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান ফিরে গেল হংকংয়ে (File Photo)
নয়াদিল্লি: খারাপ সময়ই এখন চলছে এয়ার ইন্ডিয়ার ৷ সোমবার হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে হঠাৎই যান্ত্রিক ত্রুটির কথা জানায়। এই বিমানটিও বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। জানা যায়, ফ্লাইট AI 315 হংকং থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। তবে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি আবার ফিরে যায় হংকংয়েই।
সোমবার ফের বিপত্তি দেখা দিল হংকং থেকে দিল্লিমুখী সংস্থার ড্রিমলাইনার বিমানে। তবে এবার চালক আর কোনও ঝুঁকি নেননি। মাঝআকাশে বিপদের গন্ধ টের পেয়েই তিনি বিমানটি ফের হংকংয়ে ফেরত নিয়ে যান। ওড়ার পরপর মধ্য আকাশে যান্ত্রিক গোলযোগের বিষয়টি বুঝতে পারেন পাইলট। তাই তৎক্ষণাৎ তিনি বিমানটি ঘুরিয়ে ফের হংকংয়ে অবতরণ করান।
advertisement
advertisement
সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার AI 315 বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে টেক অফ করে। কিন্তু, মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সাধারণ নিরাপত্তা প্রটোকল মেনে পাইলট বিমানটিকে হংকংয়ে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই ঠিক করেন। তবে ফ্লাইটে কী যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ এর আগে আহমদাবাদে বিধ্বংসী দুর্ঘটনার কবলে পড়া বিমানটিও ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝআকাশে ফের গোলযোগ ! দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান ফিরে গেল হংকংয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement