Air India Plane Bomb Threat: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জারি হল ‘Full Emergency’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বোমা বিস্ফোরণে এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি ! কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।
তিরুঅনন্তপুরম: বৃহস্পতিবার সাতসকালেই কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ছড়াল আতঙ্ক ৷ বোমা বিস্ফোরণে এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি ! কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।
সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী গোটা বিমানবন্দরে জারি করা হয়েছে এমার্জেন্সি। বিমানটিকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে আসা হয়েছে ৷ সেখানে তল্লাশি চালানো হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুম্বই থেকে তিরুঅনন্তপুরমগামী বিমানে বোমা রাখা আছে বলে একটি হুমকি ফোন আসে।
advertisement
advertisement
Kerala: Bomb threat on Air India flight; full emergency declared at Thiruvananthapuram Airport
Read @ANI Story | https://t.co/5cWTwt06dI#Kerala #Bombthreat #AirIndia #Thiruvananthapuram #emergency #airport pic.twitter.com/jh6bW2OA5V
— ANI Digital (@ani_digital) August 22, 2024
বিমানবন্দরে প্লেন ল্যান্ড করা মাত্রই যাত্রীদের নামানো হয় ওই বিমান থেকে। বিস্ফোরকের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলে গোটা এলাকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 9:36 AM IST