Flight: কাজের সময় শেষ...মাঝ পথেই বিমান অবতরণ করিয়ে চলে গেলেন পাইলট! প‍্যারিস থেকে দিল্লিগামী বিমানে শোরগোল, ঘটনা জানলে চমকে যাবেন

Last Updated:

Air India: প‍্যারিস থেকে দিল্লি যাওয়ার পথে জয়পুরে অবতরণ। তারপর যাত্রীদের প্রতীক্ষায় রেখেই চলে গেলেন পাইলট! জানা গিয়েছে, কাজের সময় শেষ হয়ে গিয়েছে বলেই নাকি চলে যান পাইলট! বিমানবন্দরে রীতিমতো বিক্ষোভ শুরু করেন যাত্রীরা।


কাজের সময় শেষ...মাঝ পথেই বিমান অবতরণ করিয়ে চলে গেলেন পাইলট! প‍্যারিস থেকে দিল্লিগামী বিমানে শোরগোল, ঘটনা জানলে চমকে যাবেন
কাজের সময় শেষ...মাঝ পথেই বিমান অবতরণ করিয়ে চলে গেলেন পাইলট! প‍্যারিস থেকে দিল্লিগামী বিমানে শোরগোল, ঘটনা জানলে চমকে যাবেন
জয়পুর: প‍্যারিস থেকে দিল্লি যাওয়ার পথে জয়পুরে অবতরণ। তারপর যাত্রীদের প্রতীক্ষায় রেখেই চলে গেলেন পাইলট! কিন্তু কী কারণে? জানা গিয়েছে, কাজের সময় শেষ হয়ে গিয়েছে বলেই নাকি চলে যান পাইলট! বিমানবন্দরে রীতিমতো বিক্ষোভ শুরু করেন যাত্রীরা।
রবিবার রাত ১০ টায় প‍্যারিস থেকে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমান। সোমবার সকাল ১০:৩৫ এ দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ অনুযায়ী, পাইলট ফ্লাইটটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। জয়পুরে বিমানটি ১২:১০ মিনিটে অবতরণ করেন। পরে জয়পুর থেকে ফের দিল্লিতে উড়ে যাওয়ার আগেই বেঁকে বসে পাইলট। কাজের সময় শেষ, তাই দিল্লি উড়ে যেতে অস্বীকার করেন।
advertisement
advertisement
ফ্লাইটে ১৮০ জন যাত্রী ছিলেন। বিমানবন্দর সূত্রে খবর, জয়পুরে অনেকক্ষণ অপেক্ষা করার পরও ওড়ার অনুমতি পাননি পাইলট। এভাবেই অপেক্ষা করতে করতে তাঁর কাজের সময় পেরিয়ে যায়। ফলে তিনি ফের দিল্লি উড়ে যেতে অস্বীকার করেন বলেই অভিযোগ।
advertisement
অভিযোগ, তার পরই পাইলট বিমান ছেড়ে চলে যান। যাত্রীরা বিমানের মধ্যে অপেক্ষা করতে থাকেন। বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পর যাত্রীরা ক্ষোভ দেখাতে শুরু করতেই জানতে পারেন পাইলট বিমান ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থার দাবি করেন যাত্রীরা। কয়েকজন যাত্রী এক্স হ‍্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার অব‍্যবস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। যাত্রীদের অভিযোগ, তাদের নিজস্বভাবে দিল্লি যাওয়ার জন্য ট্যাক্সি এবং বাসের ব্যবস্থা করতে হয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
Flight: কাজের সময় শেষ...মাঝ পথেই বিমান অবতরণ করিয়ে চলে গেলেন পাইলট! প‍্যারিস থেকে দিল্লিগামী বিমানে শোরগোল, ঘটনা জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement