Air India Cabin Crew Arrested: বিমানকর্মীর শার্টের হাতায় ওটা কী! বের করতেই থ সবাই! তুলকালাম কাণ্ড, ধৃত Air India কর্মী
- Published by:Salmali Das
Last Updated:
Air India Cabin Crew Arrested: বিদেশে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার (Air India) এক বিমানকর্মী। বুধবার কোচি বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
কোচি: বিদেশে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার (Air India) এক বিমানকর্মী। বুধবার কোচি বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েনাডের বাসিন্দা শফিকে ১,৪৮৭ গ্রাম সোনা সহ কোচিতে কাস্টমস অফিসাররা গ্রেফতার করেছেন।
আরও পড়ুনঃ পুরীর জগন্নাথ মন্দির লাগোয়া শপিং কমপ্লেক্স -এ ভয়াবহ আগুন! সরানো হল শতাধিক পর্যটককে...
কাস্টমস প্রিভেন্টিভ কমিশনারেট গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে বাহরাইন-কোঝিকোড়-কোচি পরিষেবার শফি নামে এক বিমানকর্মী সোনা এনেছেন। বাহরাইন থেকে কোঝিকোড়ে হয়ে কোচিতে ফেরার বিমানে ফিরেছিলেন তিনি। অভিযুক্ত শফি সোনা হাতের চারপাশে মুড়িয়ে শার্টের হাতা দিয়ে ঢেকে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
advertisement
Kochi | Air India cabin crew Shafi, a native of Wayanad, was arrested at Kochi Airport for smuggling 1,487 gms of gold. The cabin crew was of Bahrain-Kozhikode-Kochi service. Further interrogation underway: Customs Preventive Commissionerate pic.twitter.com/1nxVzF2fA7
— ANI (@ANI) March 8, 2023
advertisement
advertisement
চেন্নাই কাস্টমস জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আগত দুই যাত্রীকে মঙ্গলবার চেন্নাই বিমানবন্দরে ৩.৩২ কোটি মূল্যের ৬.৮ কেজি ওজনের সোনা নিয়ে আসার জন্য গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তাদের মতে, যাত্রীরা AI-347 এবং 6E-52 দ্বারা সিঙ্গাপুর থেকে চেন্নাই পৌঁছেছিলেন।
advertisement
চেন্নাই কাস্টমস একটি টুইটে বলেছে, ‘ ইন্টেলের-এর উপর ভিত্তি করে, দুজন যারা সিঙ্গাপুর থেকে AI-347 এবং 6E-52-এ এসেছিলেন ০৭-০৩-২৩ তারিখে কাস্টমস অফিসারা তাদের আটক করে৷ তাদের ব্যাগেজ তল্লাশি করে, ৬.৮ কেজি সোনা CA,1962 এর অধীনে উদ্ধার করা হয় যার মূল্য ৩.৩২ কোটি টাকা। দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kochi,Ernakulam,Kerala
First Published :
March 09, 2023 4:27 PM IST