আম্মার উত্তরাধিকার নিয়ে লড়াই, গ্রেফতার শশীকলা পুষ্পার স্বামী

Last Updated:

আম্মার উত্তরাধিকার নিয়ে লড়াই ৷ বুধবার AIADMK অফিসের বাইরে শশীকলা পুষ্পার আইনজীবির উপর হামলা চালায় দলের কর্মীরা ৷

#চেন্নাই: আম্মার উত্তরাধিকার নিয়ে লড়াই ৷ বুধবার AIADMK অফিসের বাইরে শশীকলা পুষ্পার আইনজীবির উপর হামলা চালায় দলের কর্মীরা ৷ এরপর বৃহস্পতিবার শশীকলা পুষ্পার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আজ অন্য শশীকলার AIADMK প্রধান পদে নির্বাচন করার কথা রয়েছে ৷ গতকাল আম্মার উত্তরাধিকার কে হবে সে নিয়ে আলোচনার করার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয় ৷ কিন্তু বৈঠকটি রণক্ষেত্রে পরিণত হয় যখন শশীকলা পুষ্পা স্বামী ও আইনজীবি পার্টি অফিসে উপস্থিত হন ৷
সূত্রের খবর, চার সদস্যের আইনজীবিদের দল পার্টি অফিসে যায় বুধবার ৷ তখন তাদের উপর হামলা চালায় দলের কর্মী ও সমর্থকরা ৷ তবে গতকাল পার্টি অফিসে কেন গিয়েছিলেন আইনজীবিরা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷
advertisement
advertisement
জুলাই মাসে DMK MP তিরুচি শিবা সঙ্গের একটি ঝামেলায় জড়িয়ে পড়ায় জুলাই মাসে AIADMK থেকে বহিষ্কার করা হয় নেত্রী শশীকলা পুষ্পা ৷
জয়ললিতার মৃত্যুর পর সুপ্রিম কোর্টে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ তার অভিযোগ জয়ললিতার মৃত্যু অত্যন্ত রহস্যজনক ৷ তার শারীরিক অবস্থার আসল রিপোর্ট প্রকাশ করা হয়নি ৷ কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি ৷
advertisement
শশীকলা নটরাজনকে AIADMK প্রধান পদে নির্বাচন করা হয়েছে ৷ নির্বাচনের প্রাক্কালেই গ্রেফতার করা হল বিক্ষুব্ধ শশীকলার স্বামী ৷ গতকালই নির্বাচনে মনোনয়ন জমা দিতে যান পুষ্পার স্বামী ৷ তা নিয়ে AIADMK সদর দফতরে ব্যাপক বিশৃঙ্খলা হয় ৷ ‘আমার স্বামী নিখোঁজ’ বলে দাবি শশীকলা পুষ্পার ৷ আজ শশীকলার স্বামীকে গ্রেফতার করা হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আম্মার উত্তরাধিকার নিয়ে লড়াই, গ্রেফতার শশীকলা পুষ্পার স্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement