Agra Gang Rape Case: মদ খাইয়ে, মাথায় বোতল ভেঙে হোমস্টে-তে গণধর্ষণ, তাজগঞ্জে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Agra Gang Rape Case: অভিযোগকারিণী ওই হোমস্টেতেই কাজ করতেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আগ্রা: ফের যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের একটি হোটেলে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। গত শনিবার গভীর রাতে পুলিশ একটি ফোন কল পায় মহিলার কাছ থেকে। তারপরই হোমস্টেতে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তাজগঞ্জ থানায় একটি ফোন আসে। বলা হয় হোমস্টেতে মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তাকে মারধর করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এদিকে ঘটনার পরে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে এক মহিলাও রয়েছেন।
আরও পড়ুন: ছট পুজো কবে? কোন দেবতা উপাস্য এই ব্রতয়, রীতি ও নির্ঘণ্ট জানুন
পুলিশের দাবি, অভিযোগকারিণী ওই হোমস্টেতেই কাজ করতেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে মহিলাকে মারধর করা হচ্ছে। জোর করে ঘরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারির পরে ওই নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
পুলিশ ধর্ষণ, মারধরের মামলা রুজু করেছে। গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অ্য়াসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অর্চনা সিং জানিয়েছেন, এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত চলছে। পুলিশের দাবি, ওই মহিলাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। এরপর তার মাথায় বোতল ভাঙা হয়। পরে তিনি কোনওরকমে থানায় ফোন করে গোটা ঘটনার কথা জানান।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Agra Gang Rape Case: মদ খাইয়ে, মাথায় বোতল ভেঙে হোমস্টে-তে গণধর্ষণ, তাজগঞ্জে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement