Chhath Puja 2023 Date: ছট পুজো কবে? কোন দেবতা উপাস্য এই ব্রতয়, রীতি ও নির্ঘণ্ট জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Chhath Puja 2023 Date: যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন, তাঁদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বছর ছট পুজো কবে পড়েছে? কতদিন চলবে?
উৎসবের মরশুমের শেষ ল্যাপে রয়েছে ছট পুজো। শুধু দীপাবলিই নয়। দেশজুড়েই নানা ব্রত, পুজো, উৎসব রয়েছে নভেম্বর ২০২৩-এ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
করওয়া চৌথ, ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটার পর রয়েছে ছট পুজো এবং দেথানী একাদশীর মতো বিভিন্ন উৎসব অনুষ্ঠান রয়েছে।
advertisement
যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন, তাঁদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বছর ছট পুজো কবে পড়েছে? কতদিন চলবে?
advertisement
পঞ্জিকা মতে, ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর ছট পুজো। উত্তর ভারতের অন্যতম বড় উৎসব হল ছট পুজো। সূর্য দেবতা এবং ষষ্ঠী মাতাকে উৎসর্গ করে এই পুজো করেন উত্তর ভারতের মানুষরা।
advertisement
advertisement
ছট পুজোর সময় কিন্তু জল খাওয়া যায় না এবং এর নিয়ম কানুন বেশ শক্ত। তবে এর মধ্যেই ছট পুজোর একটা নিজস্ব আনন্দ রয়েছে।
advertisement
যদিও এই উৎসব সবাই পালন করেন না। মূলত বিহার এবং উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় এই ছট পুজোর চল রয়েছে। এইসব জায়গায় বেশ আড়ম্বর এবং প্রদর্শনীর সঙ্গে ছট পুজো পালন করা হয়।
advertisement