Subarata Mukherjee: 'চলে গেলেন আমাদের উত্তমকুমার', স্মৃতি-গল্পে-অভিযানে বিধানসভায় সুব্রত-স্মরণ

Last Updated:

Subarata Mukherjee: নিজের দল তৃণমূল হোক বা বিরোধী বিজেপি, সকলের কাছেই যেন সুব্রত মুখোপাধ্যায়ের চলে যাওয়া বিরাট ক্ষতি।

ফিরে এল কত কথা...
ফিরে এল কত কথা...
#কলকাতা: এখনও বিশ্বাস করতে তাঁর সহকর্মীরা। সহকর্মীদের অধিকাংশই অবশ্য তাঁর চেয়ে অনেক নবীন। তবু, সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) কথা বলতে উঠে মন কেঁদে উঠছে সকলেরই। সপ্তদশ বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ই ছিলেন সবচেয়ে প্রবীণ বিধায়ক৷ তাই তাঁকেই প্রোটেম স্পিকার হিসাবে মনোনীত করা হয়েছিল। প্রোটেম স্পিকার হিসাবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তিনি। বিধানসভা অধিবেশন কক্ষের সেই দিনের কথা আজও ভুলতে পারছেন না কেউই৷ এসবের মধ্যেই সোমবার সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে বিধানসভা অধিবেশন কক্ষে শোক প্রস্তাব পাঠ হল। তাতে তাঁর সহকর্মীরা সকলেই জানালেন তাঁদের স্মৃতিকথা। নিজের দল তৃণমূল হোক বা বিরোধী বিজেপি, সকলের কাছেই যেন সুব্রত মুখোপাধ্যায়ের চলে যাওয়া বিরাট ক্ষতি। প্রত্যেকের কথাতেই উঠে এল সেই প্রসঙ্গ।
পার্থ চট্টোপাধ্যায়: সুব্রতদাকে নিয়ে আজকে কিছু বলতে হবে আর তাঁর সিট ফাঁকা ভাবা যায় না। কোনওদিন ভাবিনি রাজনীতি করব। নাকতলায় পাড়ায় আড্ডা দিচ্ছি। শোভনদেবদা টাক্সি থেকে নেমে এসে বলল ছাত্র পরিষদ করবি। একডালিয়ায় জীবনদার রেশন দোকানএর ওপর থাকে তখন৷ আমার দুটো জিনিস চোখের সামনে ভাসে প্রিয়দা সুব্রত দা দু'জনে বসুশ্রী সিনেমায় আসতেন আড্ডা দিতে মন্টু দার ওখানে। বসন্ত কেবিন থেকে খাবার আসত। আন্দোলন করতে গিয়ে মারও খেয়েছি। কল্যাণী সীমান্ত স্টেশনে গিয়েছিলাম। সেখানেও গন্ডোগোল। মানসের বাড়ি আক্রান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। সুব্রত দা আমায় নিয়ে গিয়েছিল। প্রিয়দা-সুব্রতদা কখন যে কি করবে কেউ জানত না। কত কথা মনে পড়ছে। জীবনের প্রতিপদক্ষেপে ছাত্র আন্দোলনে সুব্রত দার সঙ্গে জড়িয়ে ছিলাম। যা বলত তাই শুনতাম। অনেক কথা হয়ত সুব্রত দাকে বলতে পারিনি। বৌদিকে বলেছি। এমন বৌদি পাওয়া দুস্কর। ঘাটাল যাওয়ার কথা ছিল। সুব্রত দা শুধু রাজনীতির গুরু ছিলেন না। বাড়ির বড়দা ছিলেন। মা মারা গেল। বাড়িতে এল। কতসময় বসে থাকল। কথা বলল। তখনও কিন জানি চার মাসের মধ্যে তুমিও চলে যাবে। আমার মার সঙ্গে বৌদির খুব ভাব ছিল। সুব্রত দা সে সময় স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পাওয়ার পর বহু নকশালের জেল মুক্তি ঘটিয়েছে। আমায় বলত মমতা গরীবের মেয়ে ওকে উঠতে দে। সংগ্রামী নেতা না থাকলে সংগ্রামী নেত্রী তৈরি হয় না। সংগ্রাম তৈরি হয় না। আন্দোলন তৈরি হয় না। বৌদি ভালো থাকুক।
advertisement
advertisement
ফিরহাদ হাকিম: বিরোধী রাজনীতি করতে এসে সুব্রত দা-র ঘর চিনেছি। সুব্রত দা-কে দেখে আমার হিরো মনে হত। আমি উত্তমকুমারকে দেখিনি৷ সুব্রত দা-কে আমার উত্তমকুমার মনে হত। প্রথমে কাছে যাওয়ার সাহস হত না। কতবার বিমানবন্দরে দেখেছি। দেখতাম ভাবতাম হিরো আসছে। কাউন্সিলর হয়ে আমি আর অরুপ সুব্রত দা-কে পেয়েছি। উনি মেয়র ছিলেন। সুব্রত দা-র সাথে কাজ করার সাহস পেয়েছি। ওঁর সঙ্গে কথা বলেও মনে হত না, কথা শেষ হয়েছে। আজ বিশ্বাস হচ্ছে না, সুব্রত দা বিধানসভায় নেই।
advertisement
মানস ভুঁইয়া: সুব্রত মুখোপাধ্যায় শুধু একটা নাম নয়। একটা সময়। নকশাল আন্দোলনের উত্তাল সময়ে মেডিকেল কলেজে কী সব কাণ্ড ঘটেছে। মহাজাতি সদনে যেতাম মাঝেমধ্যে। দেখতাম প্রিয়- সুব্রত চা বানাচ্ছে। বললাম ছাত্র পরিষদ করব। সুব্রতদা বলল সত্যি করবি? ৮০ ভাগ জুড়ে আমার ভিতর সুব্রতদা রয়েছে। বাবা মারা গেল আমার। খবর দিতে পারিনি। কোথা থেকে খবর পেয়ে বাড়িতে বৌদিকে নিয়ে হাজির। মা মারা যাওায়র সময়েও তাই। বুকে আগলে রাখত। জড়িয়ে রাখত। রাজনীতির উর্ধ্বে সম্পর্ক ছিল। দাদা- ভাই। বিরোধী দলের ভূমিকা কী হবে, তা সুব্রত দা শিখিয়েছে। বাংলার রাজনীতিতে সুব্রত দা-কে বাদ দিয়ে কোনও রিসার্চ আলোচনা ইতিহাস কোনও কিছুই লেখা যাবে না। স্পিকার মহোদয়কে বলব স্পেশাল অনুষ্ঠান বা কিছু করা যায় কি না দেখবেন।
advertisement
মিহির গোস্বামী: প্রিয়-সুব্রত দা'র হাত ধরে আমার মতো ক্ষুদ্র কর্মী যোগ দিয়েছিল ছাত্র রাজনীতিতে। রাজনীতির ময়দানে কাজ করতে করতে উনি আমার পরিবারের লোক হয়ে ছিলেন। কলকাতায় এলে সুব্রত দার বাড়িতে দেখা করব না এটা আমার কাছে পাপবোধ ছিল। প্রিয় দা সামনে থাকলেও শক্তি সঞ্চালক ছিলেন সুব্রত দা। সুব্রত দা আমাদের কাছে অনুপ্রেরণা ছিল।
advertisement
বিধায়ক হয়ে শপথ নিয়ে প্রণাম করলাম। রাজ্যে কংগ্রেস সরকারের মন্ত্রী হয়েও উত্তরবঙ্গে অনুন্নয়নের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে ছাত্র পরিষদের আন্দোলনে সম্মতি দিয়েছিলেন।
শুভেন্দু অধিকারী: বিদেহী আত্মাকে প্রণাম জানাই৷ সকলের প্রতি সমবেদনা জানাই৷ আমি রাজনৈতিক পরিবারের সদস্য। আমার ও আমার পরিবারের আত্মিক সম্পর্ক ছিল তাঁর সঙ্গে। ইন্দিরা গান্ধির সভায় আমি তাঁকে প্রথম দেখি। আমাদের বাড়িতে বহুবার এসেছেন। আমরা পরিবারের মানুষকে হারালাম। রাজনৈতিক অংশের বাইরেও সম্পর্ক ছিল। কোনও দিন তার হেরফের হয়নি৷ আমাকে সন্তান স্নেহে দেখতেন। সুব্রত মুখোপাধ্যায়ের মার্গ দর্শন আমাকে অনুপ্রাণিত করেছে। যতদিন রাজনীতি থাকবে এই বাংলায় সুব্রত দা প্রাসঙ্গিক থাকবেন। আমার শেষ স্মৃতি আমাকে শপথ বাক্য পাঠ করানো। আমার জন্যে অপেক্ষা করেছিলেন। হাসপাতালে খোঁজ নিতাম। তাঁর চলে যাওয়া একটা বড় বিপর্যয়।
বাংলা খবর/ খবর/দেশ/
Subarata Mukherjee: 'চলে গেলেন আমাদের উত্তমকুমার', স্মৃতি-গল্পে-অভিযানে বিধানসভায় সুব্রত-স্মরণ
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement