Tathagata Roy and Dilip Ghosh: তথাগতর 'অর্ধশিক্ষিত' মন্তব্যে দিলীপের অস্ত্র রামকৃষ্ণ-রবীন্দ্রনাথ! প্রবল তাল-ঠোকাঠুকি BJP-তে

Last Updated:

Tathagata Roy and Dilip Ghosh: এবার পাল্টা পালা দিলীপ ঘোষের। তথাগত রায়ের 'অর্ধশিক্ষিত' মন্তব্যের পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ ঢাল করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা।

তথাগত-দিলীপ সংঘাত
তথাগত-দিলীপ সংঘাত
#কলকাতা: তথাগত রায় (Tathagata Roy) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) মধ্যেকার সংঘাত আরও তীব্রতর হচ্ছে। দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে আক্রমণ করছেন, তা বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াচ্ছে৷ শনিবারই তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শও দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা অবশ্য দিলীপকে অর্ধ শিক্ষিত বলে আক্রমণ করেছেন তথাগত রায়। শুধু তাই নয়, দল ছাড়তে পারলে অনেকের অনেক গোপন কীর্তিই তিনি ফাঁস করে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তথাগত। এবার পাল্টা পালা দিলীপ ঘোষের। তথাগতর 'অর্ধশিক্ষিত' মন্তব্যের পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ ঢাল করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা।
BJP-র জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে তথাগত রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জবাব দেন, ''এসব যারা বলেন, তাঁদের শিক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়। রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ প্রথাগত ভাবে খুব বেশী পড়াশোনা না করলেও গোটা বিশ্ব তাঁদের কথা শোনে, মনে রেখেছে। তাঁদের বই পড়ি আমরা, আমাদের জীবন তৈরি করে সেগুলি।'' এরপরই দিলীপের সংযোজন, ''এটাই ভারতের সংস্কৃতি। যারা বুঝতে পারেন না, তাঁদের কিছু তো বলার নেই।''
advertisement
advertisement
প্রসঙ্গত, বিধানসভা ভোটের পর থেকেই তথাগত রায়ের নিশানায় রয়েছেন দিলীপ ঘোষ সহ রাজ্য নেতাদের একাংশ। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কৈলাস বিজয়বর্গীয়দেরও নিশানা করে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। সম্প্রতি রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপি-র। আর তারপরই দলের নেতাদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন প্রবীণ এই রাজনীতিক। উপনির্বাচনে বিজেপি পর্যুদস্ত হতেই তথাগত ট্যুইটে লিখেছিলেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।" সেই ট্যুইটের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন দিলীপ ঘোষের একটি ট্যুইট। যেখানে দিলীপ 'দলের দালালদের' বিজেপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
advertisement
একের পর এক আক্রমণ হজম করে অবশেষ মুখ খোলেন দিলীপ ঘোষ। তথাগতর নাম না করে বলেন, ''এতই যখন লজ্জা পাচ্ছেন, তখন দল ছেড়ে দিন। দল যাঁদের সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে, সমস্ত সুবিধা দিয়েছে, তাঁরাই দলের মধ্যে থেকে সবচেয়ে ক্ষতি করেছেন, দলের জন্য তো কখনই কিছু করেননি।'' দিলীপের সেই বক্তব্যের পরই নিউজ 18 বাংলা-য় তথাগত গর্জে উঠে বলেন, ''আমি যা বলব, তা ওঁর মতো অর্ধশিক্ষিতের পক্ষে বোঝা সম্ভব নয়। আমি দিলীপ ঘোষের কথাকে গুরুত্বও দিই না।''
advertisement
অর্থাৎ, একপক্ষের আক্রমণ শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে আরেক পক্ষের আক্রমণ। তথাগতর 'অর্ধশিক্ষিত' মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাই সময় নষ্ট করেননি দিলীপ। রবীন্দ্রনাথ, রামকৃষ্ণদের ঢাল হিসেবে ব্যবহার করে তুলে পাল্টা বিঁধেছেন দলেরই প্রবীণ নেতা তথাগত রায়কে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tathagata Roy and Dilip Ghosh: তথাগতর 'অর্ধশিক্ষিত' মন্তব্যে দিলীপের অস্ত্র রামকৃষ্ণ-রবীন্দ্রনাথ! প্রবল তাল-ঠোকাঠুকি BJP-তে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement