ফের দাম বাড়ল জ্বালানির, জেনে নিন কলকাতায় কত হল পেট্রোল-ডিজেলের দাম
Last Updated:
মোদি জমানায় ক্রমশ ধরাছোঁয়ার বাইরে পেট্রোল-ডিজেল। সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গেল পেট্রোল-ডিজেল। আজ আরও ২৬ পয়সা বাড়ল ডিজেলের দাম ৷ পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা ৷
#নয়াদিল্লি: মোদি জমানায় ক্রমশ ধরাছোঁয়ার বাইরে পেট্রোল-ডিজেল। সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গেল পেট্রোল-ডিজেল। আজ আরও ২৬ পয়সা বাড়ল ডিজেলের দাম ৷ পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা ৷ এর জেরে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে ৭৯.৫৩ টাকা ৷ অন্যদিকে ডিজেলের দাম হয়েছে ৭০.৬৩ টাকা ৷ দুই জ্বালানি মহার্ঘ হওয়ার জন্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামবৃদ্ধির যুক্তি শুনিয়েছে তেল সংস্থাগুলি।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতির মুখ পড়তে হয়েছে তাদের। এই মূল্যবৃদ্ধির জেরে বিপাকে আমজনতা।
advertisement
advertisement
এর আগে জ্বালানির দাম রেকর্ড বেড়েছিল ইউপিএ-টু জমানায় ২০১৩-র সেপ্টেম্বর মাসে। কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোটপ্রচারের অন্যতম ইস্যু ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি। বিজেপি ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক বাজারে প্রায় অর্ধেকে নেমে এসেছিল অপরিশোধিত তেলের দাম। তাঁর প্রভাব অবশ্য দেশে পড়েনি। কারণ সেসময় কেন্দ্র পেট্রোপণ্যের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ২০১৪র সেপ্টেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত ১৫ মাসে মোট ১১ বার শুল্ক বাড়ায় কেন্দ্র। অর্থনীতিবিদদের একাংশের মতে কেন্দ্রের এই শুল্কনীতির জন্যই আকাশছোঁয়া জ্বালানি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2018 9:23 AM IST