কেরলের পর এবার পঞ্জাব বিধানসভায় নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কেরলের পর দ্বিতীয় রাজ্য হিসেবে বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাস করতে চলেছে পঞ্জাব
#চণ্ডীগড়: কেরলের পর এবার পঞ্জাব। পিনারাই বিজয়নের দেখানি পথেই হাঁটলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হতে চলেছে পঞ্জাব বিধানসভায়।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পঞ্জাব বিধানসভা। দুই দিনের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনই মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং এই প্রস্তাবটি পেশ করেন। ইতিমধ্যেই এই নিয়ে জোরদার তোড়জোর শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পাল্টা বিরুদ্ধতার সুর ভেসে আসছে বিরোধীদের তরফেও।
মঙ্গলবার রাজ্যের সরকার বলেছিল যে সিএএ, এনআরসি এবংএনপিআর ইস্যুতে "হাউসের ইচ্ছা অনুযায়ী" কাজ হবে।
advertisement
advertisement
১৪ জানুয়ারি, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল কেরল সরকার৷ এই প্রথম কোনো রাজ্য সরকার সংসদে পাশ হয়ে যাওয়া একটি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল৷ কেরল সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক ঘোষণা করুক শীর্ষ আদালত৷
সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব ডিসেম্বরে পাশ হয়ে গিয়েছে কেরল বিধানসভায়৷ সেই প্রস্তাবে সায় দেন সব বিধায়করা৷ একমাত্র বিরোধী ছিলেন বিজেপি বিধায়ক ও রাজাগোপাল৷ প্রস্তাব পেশ করেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তাঁর অভিযোগ, বিজেপি সরকার আরএসএস-এর অ্যাজেন্ডাকে দেশের ুপর জোর করে চাপিয়ে দিচ্ছে৷ দেশ ভাগ করার চেষ্টা করছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2020 1:17 PM IST