কেরলের পর এবার পঞ্জাব বিধানসভায় নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব

Last Updated:

কেরলের পর দ্বিতীয় রাজ্য হিসেবে বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাস করতে চলেছে পঞ্জাব

#চণ্ডীগড়: কেরলের পর এবার পঞ্জাব। পিনারাই বিজয়নের দেখানি পথেই হাঁটলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হতে চলেছে পঞ্জাব বিধানসভায়।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পঞ্জাব বিধানসভা। দুই দিনের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনই মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং এই প্রস্তাবটি পেশ করেন। ইতিমধ্যেই এই নিয়ে জোরদার তোড়জোর শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পাল্টা বিরুদ্ধতার সুর ভেসে আসছে বিরোধীদের তরফেও।
মঙ্গলবার রাজ্যের সরকার বলেছিল যে সিএএ, এনআরসি এবংএনপিআর ইস্যুতে "হাউসের ইচ্ছা অনুযায়ী" কাজ হবে।
advertisement
advertisement
১৪ জানুয়ারি, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল কেরল সরকার৷ এই প্রথম কোনো রাজ্য সরকার সংসদে পাশ হয়ে যাওয়া একটি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল৷ কেরল সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক ঘোষণা করুক শীর্ষ আদালত৷
সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব ডিসেম্বরে পাশ হয়ে গিয়েছে কেরল বিধানসভায়৷ সেই প্রস্তাবে সায় দেন সব বিধায়করা৷ একমাত্র বিরোধী ছিলেন বিজেপি বিধায়ক ও রাজাগোপাল৷ প্রস্তাব পেশ করেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তাঁর অভিযোগ, বিজেপি সরকার আরএসএস-এর অ্যাজেন্ডাকে দেশের ুপর জোর করে চাপিয়ে দিচ্ছে৷ দেশ ভাগ করার চেষ্টা করছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলের পর এবার পঞ্জাব বিধানসভায় নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement