Karnataka Election Results 2023: ‘ঘৃণার বাজার বন্ধ, শুরু ভালবাসার দোকান’, কর্ণাটকের ফলে প্রতিক্রিয়া রাহুলের

Last Updated:

Karnataka Election Results 2023: দিল্লির কংগ্রেস সদর দফতরের সামনে ভোটের ফল সামনে আসতে শুরু করার পরেই ভিড় জমতে শুরু করে৷

রাহুল গান্ধির ফাইল ছবি
রাহুল গান্ধির ফাইল ছবি
নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের পর প্রথম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ দিল্লিতে বিপুল জনসমাগমের সামনে দাঁড়িয়ে রাহুল এই জয়ের জন্য ধন্যবাদ জানালেন কর্ণাটকের সাধারণ মানুষকে৷ পাশাপাশি তিনি বলেলেন, ‘এই জয় ভালবাসার জয়৷ আজ থেকে ঘৃণার বাজার বন্ধ হল, শুরু হল ভালবাসার দোকান৷’
দিল্লির কংগ্রেস সদর দফতরের সামনে ভোটের ফল সামনে আসতে শুরু করার পরেই ভিড় জমতে শুরু করে৷ কংগ্রেস যখন ১৩৫ ছুঁয়ে ফেলেছে সেই সময়ে সাংবাদিকদের সামনে আসেন রাহুল গান্ধি৷ চারিদিকে তখন তাঁর নামে জয়ধ্বনী শুরু হয়েছে৷ পাশাপাশি চলছে ঢাক-ঢোল বাজানো, বাজি ফাটানো৷ সাংবাদিকদের দিকে এগিয়ে এসে তিনি প্রথমে সমর্থকদের বলেন, চুপ করতে৷ পাশাপাশি বাজি ফাটানো বন্ধ করতেও তিনি বলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!
এর পর রাহুল গান্ধি বলেন, ‘কর্ণাটকের সাধারণ মানুষকে ধন্যবাদ৷ পাশাপাশি, সে রাজ্যের কংগ্রেস কর্মী ও সাধারণ সমর্থকদেরও ধন্যবাদ জানাই৷ এই জয়ের ফলে বোঝা গেল, সে রাজ্যে ভালাবাসার দিন শুরু হল, এ জয় ভালাবাসার জয়৷ কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হল, ভালবাসার দোকান শুরু হল৷’ পাশাপাশি তিনি বলেন, ‘যে প্রতিশ্রুতি কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে দেওয়া হয়েছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷’
advertisement
রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্ণাটকে কংগ্রেসের এই জয়ে বিপুল ভূমিকা নিয়েছে বলে মনে করেছেন অনেকেই৷ যে যে কেন্দ্র দিয়ে রাহুলের ভারত জড়ো যাত্রা গিয়েছে, সেগুলির বেশিরভাগ আসনেই জয় পেয়েছে কংগ্রেস৷ পাশাপাশি, যে কেন্দ্রগুলিতে রাহুল গান্ধী সভা করেছেন, তারও ৭০ শতাংশ আসনে জয় পেয়েছে কংগ্রেস৷ সব মিলিয়ে রাহুলকে অনেকেই এই জয়ের কাণ্ডারী মনে করছেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election Results 2023: ‘ঘৃণার বাজার বন্ধ, শুরু ভালবাসার দোকান’, কর্ণাটকের ফলে প্রতিক্রিয়া রাহুলের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement