Karnataka Election Results 2023: ‘ঘৃণার বাজার বন্ধ, শুরু ভালবাসার দোকান’, কর্ণাটকের ফলে প্রতিক্রিয়া রাহুলের

Last Updated:

Karnataka Election Results 2023: দিল্লির কংগ্রেস সদর দফতরের সামনে ভোটের ফল সামনে আসতে শুরু করার পরেই ভিড় জমতে শুরু করে৷

রাহুল গান্ধির ফাইল ছবি
রাহুল গান্ধির ফাইল ছবি
নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের পর প্রথম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ দিল্লিতে বিপুল জনসমাগমের সামনে দাঁড়িয়ে রাহুল এই জয়ের জন্য ধন্যবাদ জানালেন কর্ণাটকের সাধারণ মানুষকে৷ পাশাপাশি তিনি বলেলেন, ‘এই জয় ভালবাসার জয়৷ আজ থেকে ঘৃণার বাজার বন্ধ হল, শুরু হল ভালবাসার দোকান৷’
দিল্লির কংগ্রেস সদর দফতরের সামনে ভোটের ফল সামনে আসতে শুরু করার পরেই ভিড় জমতে শুরু করে৷ কংগ্রেস যখন ১৩৫ ছুঁয়ে ফেলেছে সেই সময়ে সাংবাদিকদের সামনে আসেন রাহুল গান্ধি৷ চারিদিকে তখন তাঁর নামে জয়ধ্বনী শুরু হয়েছে৷ পাশাপাশি চলছে ঢাক-ঢোল বাজানো, বাজি ফাটানো৷ সাংবাদিকদের দিকে এগিয়ে এসে তিনি প্রথমে সমর্থকদের বলেন, চুপ করতে৷ পাশাপাশি বাজি ফাটানো বন্ধ করতেও তিনি বলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!
এর পর রাহুল গান্ধি বলেন, ‘কর্ণাটকের সাধারণ মানুষকে ধন্যবাদ৷ পাশাপাশি, সে রাজ্যের কংগ্রেস কর্মী ও সাধারণ সমর্থকদেরও ধন্যবাদ জানাই৷ এই জয়ের ফলে বোঝা গেল, সে রাজ্যে ভালাবাসার দিন শুরু হল, এ জয় ভালাবাসার জয়৷ কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হল, ভালবাসার দোকান শুরু হল৷’ পাশাপাশি তিনি বলেন, ‘যে প্রতিশ্রুতি কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে দেওয়া হয়েছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷’
advertisement
রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্ণাটকে কংগ্রেসের এই জয়ে বিপুল ভূমিকা নিয়েছে বলে মনে করেছেন অনেকেই৷ যে যে কেন্দ্র দিয়ে রাহুলের ভারত জড়ো যাত্রা গিয়েছে, সেগুলির বেশিরভাগ আসনেই জয় পেয়েছে কংগ্রেস৷ পাশাপাশি, যে কেন্দ্রগুলিতে রাহুল গান্ধী সভা করেছেন, তারও ৭০ শতাংশ আসনে জয় পেয়েছে কংগ্রেস৷ সব মিলিয়ে রাহুলকে অনেকেই এই জয়ের কাণ্ডারী মনে করছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election Results 2023: ‘ঘৃণার বাজার বন্ধ, শুরু ভালবাসার দোকান’, কর্ণাটকের ফলে প্রতিক্রিয়া রাহুলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement