Adhir Ranjan Chowdhury: অপমানিত কংগ্রেস, ওম বিড়লাকে কেন চিঠি দিয়ে অভিযোগ জানালেন অধীর

Last Updated:

এর আগে গত একুশে সেপ্টেম্বর লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠির কোনও জবাব না মেলায় আবারও লোকসভার স্পিকারকে চিঠি পাঠালেন অধীর চৌধুরী।

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury
#নয়াদিল্লি :  তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ কংগ্রেসের থেকে কেড়ে নেওয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, যদি একান্তই তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কমিটি কেড়ে নেওয়া হয় তাহলে প্রতিরক্ষা বিদেশ অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রকের যে কোনও একটির চেয়ারম্যান করা হোক কংগ্রেসের কোনও সাংসদকে।
তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ছিলেন কংগ্রেসের শশী থারুর। দিন কয়েক আগে সেই পুরনো কমিটি ভেঙে দেয়া হয়। নতুন কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়নি কংগ্রেসকে। আর তাতেই ক্ষুব্ধ অধীর চৌধুরী।
advertisement
advertisement
 লোকসভার স্পিকারকে লেখা চিঠি দিয়ে তিনি জানিয়েছেন বৃহত্তম বিরোধী দলকে এইভাবে অপমান করা যায় না। তার দাবি তথ্য প্রযুক্তি মন্ত্রক না হলেও অন্তত প্রথম চারটি মন্ত্রকের যে কোনও একটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হোক কংগ্রেসের কোনও সাংসদকে। উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, এর আগে বিদেশ প্রতিরক্ষা অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন কংগ্রেসেরই সংসদরা।
advertisement
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকারের প্রথম চারটি বড় মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হন বৃহত্তম বিরোধী দলেরই কোনও সাংসদ। তিনি আরও জানিয়েছেন, যেভাবে সিদ্ধান্ত কার্যকর করার পর তাদের জানানো হয়েছে, তাতে বৃহত্তম বিরোধী দল হিসেবে কংগ্রেস নিজেদের অপমানিত মনে করছে ।
এর আগে গত একুশে সেপ্টেম্বর লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠির কোনও জবাব না মেলায় আবারও লোকসভার স্পিকারকে চিঠি পাঠালেন অধীর চৌধুরী। সংসদের বৃহত্তম বিরোধী দলের সঙ্গে যাতে সম্মানজনক আচরণ করা হয়, সেই দাবি জানিয়েছেন অধীর চৌধুরী।
advertisement
কংগ্রেসের লোকসভার দলনেতা চিঠিতে আরও উল্লেখ করেছেন, এর আগে যখন কংগ্রেসের ৪২ জন সংসদ ছিলেন সেই সময় অর্থ, প্রতিরক্ষা, বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ ছিল তাঁদের হাতে। এখন ৫৩ জন সাংসদ থাকা সত্ত্বেও উপরের কোনও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়নি কংগ্রেসের সাংসদকে। এই আচরণ কাম্য নয় বলে জানিয়েছেন অধীর চৌধুরী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Adhir Ranjan Chowdhury: অপমানিত কংগ্রেস, ওম বিড়লাকে কেন চিঠি দিয়ে অভিযোগ জানালেন অধীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement