আদানি গ্রুপকে পোখরানে অস্থায়ীভাবে সৌর শক্তি নির্মানের নির্দেশ রাজস্থান হাইকোর্টের

Last Updated:
#জয়সালমের: বহুদিন ধরে চলা একটি বিষয়ের উপর রায়দান করল রাজস্থান হাইকোর্ট। মঙ্গলবার জয়সালমেরের পোখরানের নিকটে একটি ১৫০০ মেগাওয়াট সৌর শক্তি পার্ক নির্মাণের জন্য নির্দেশ দিয়েছে  রাজস্থান হাইকোর্ট। রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে আদানি গোষ্ঠীকে অস্থায়ীভাবে এই প্রকল্প রূপায়ণের দায়ভার দেওয়া হয়েছে। অপরদিকে কৃষকদের চ্যালেঞ্জ জানানো ওই জমির বিষয়ে রাজস্থান সরকারের মতামত জানতে চেয়েছে।
হাইকোর্টের যোধপুর বেঞ্চ প্রায় ৯৯০ হেক্টর কৃষিজমির ওপর সোলার এনার্জি প্রকল্পটি কার্যকর করার জন্য জানিয়েছে। বিচারপতি সংগীত লোধ  ও বিচারপতি রামেশ্বর ব্যাসের বেঞ্চ কৃষকদের আবেদনের বিষয়ে আদানি রিনুবেল এনার্জি পার্ক রাজস্থান লিমিটেডের অবস্থানও চেয়েছিল এবং প্রকল্পের জমির স্থিতাবস্থা রাখার আদেশ দিয়েছে  এবং আবেদনের পরবর্তী শুনানির জন্য ২৯ শে সেপ্টেম্বর নির্ধারণ  করা হয়েছে। আবেদনের জবাব দেওয়ার জন্য বেঞ্চ আগামী ২৯ সেপ্টেম্বর রাজস্থানের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রেখা বোরানার আবেদনের শুনানি নির্ধারণ করেছে ।
advertisement
হাইকোর্টের একক-বিচারকের বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে অগ্রণীদের অগ্রাধিকার প্রদান করে কৃষকদের আবেদনের বিষয়ে আদানি ব্যবসায়ী গোষ্ঠীর অবস্থান চেয়ে বেঞ্চ বলেছে আদানি গ্রুপকে বরাদ্দকৃত জমির বিষয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে হবে। রাজস্থান সরকার ২০১৮ সালে পোখরান তহসিলের নেদন গ্রামে মোট৬১১৫ বিঘা (৯৮৯.৫০ হেক্টর) জমি এআরইপিআরএলকে ১৩.৪৮কোটি টাকা ব্যয়ে একটি ১৫০০ মেগাওয়াট সৌর শক্তি প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ করেছিল।
advertisement
advertisement
রাজপুরোহিত জানিয়েছেন রাজস্থান জমি সংস্কার আইন ২০০৭ অনুযায়ী জমিটি কেবল রাজস্থান রিনুবেল এনার্জি কর্পোরেশন বা রাজস্থান সোলার পার্ক উন্নয়ন কর্পোরেশনকে দেওয়া যেতে পারে কিন্তু কখনই কোনও বেসরকারী সংস্থার লোক বা বিনিয়োগকারীকে সরাসরি দেওয়া যাবে না। আমরা আইনের এই পরিবর্তনটিকে অবৈধ বলে আপত্তি জানাই। বরাদ্দের নিয়ম অনুসারে, চাষাবাদযোগ্য সংরক্ষিত জমি এবং অন্য কোনও কারণে বরাদ্দ দেওয়া যায় না।
advertisement
এই ৬১১৫ বিঘা জমিতে চাষ হচ্ছিল ,  অনুর্বর জমি বা চাষ অযোগ্য জমি নয়।  এবং চাষিরা এই জমিতে চাষ করছিলেন বহু যুগ ধরে । তা সত্ত্বেও, আরআরইসি ২০১৫ সালে রাজস্থান ভূমি রাজস্ব (কৃষির উদ্দেশ্যে জমি বরাদ্দ) আইন ১৯৭০ লঙ্ঘন করে সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য জমি বরাদ্দের জন্য একটি সুপারিশ পাঠিয়েছে যা আইন বিরুদ্ধ । এই সোলার পার্ক হলে কাছেই রসলা পার্কে অবস্থিত পাখি সংরক্ষণের জায়গা জিআইবি ক্ষতিগ্রস্থ হবে। সেক্ষেত্রেও এটা করা উচিত নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আদানি গ্রুপকে পোখরানে অস্থায়ীভাবে সৌর শক্তি নির্মানের নির্দেশ রাজস্থান হাইকোর্টের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement