Kangana Ranaut BLASTS Karan Johar | অনুষ্কার কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন করণ! 'চাচা চৌধুরীর জীবনে শুধু...' বিস্ফোরক কঙ্গনা

Last Updated:

প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ত্যাগের পিছনেও করণ জোহরের ভূমিকার কথা বলেছিলেন কঙ্গনা। বলিউড, স্বজনপোষণ এবং স্টার কিডরাই মূলত অভিনেত্রীর নিশানায় থাকে।

করণকে তুলোধনা কঙ্গনার
করণকে তুলোধনা কঙ্গনার
মুম্বই: এমনিতেই ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিতি রয়েছে কঙ্গনার৷ সুযোগ পেলে কাউকেই একহাত নিতে ছাড়েন না তিনি৷ আর উল্টোদিকে যদি থাকেন করণ জোহর তাহলে তো কথাই নেই৷ এর আগে স্বজনপোষণের জন্য করণকে  দায়ী করেছিলেন অভিনেত্রী, তাঁকে ‘মুভি মাফিয়া’ বলে সম্বোধন করতেও ছাড়েননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহরের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি৷ এ বার তাঁর কটাক্ষ, 'চাচা চৌধুরীর জীবনে শুধু এই একটি কাজই আছে!'
২০১৬ সালে মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে নিজমুখেই করণ জানান, অনুষ্কা শর্মার বলিউড কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন তিনি। ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অনুষ্কাকে কাস্ট না করার পরামর্শ দিয়েছিলেন করণ। সেকথা অবশ্য শোনেননি আদিত্য চোপড়া। সেই ছবি সুপারহিট হওয়ার পর অনুষ্কা রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছন। পরে ব্যান্ড বাজা বরাত দেখে করণ মুগ্ধ হন৷ অনুষ্কার কাছে ক্ষমা চাওয়ার কথা মনে হয়েছিল তাঁর।
advertisement
advertisement
 সেই ঘটনার এক ভিডিও ছড়িয়ে পড়েছে হঠাৎই৷ আর সুযোগ ছাড়েননি কঙ্গনা।  অভিনেত্রীর মন্তব্য, 'চাচা চৌধুরীর জীবনে শুধু এই একটি কাজই আছে!' এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ত্যাগের পিছনেও করণ জোহরের ভূমিকার কথা বলেছিলেন কঙ্গনা।
advertisement
এমনিতে বিতর্কিত মন্তব্যের জেরে হামেশাই সংবাদ শিরোনামে থাকেন ক্যুইন। অধিকাংশ সময়েই বলিউডের বিষয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বলিউড, স্বজনপোষণ এবং স্টার কিডরাই মূলত অভিনেত্রীর নিশানায় থাকে। পাঠান ছবিও এসেছে তাঁর নিশানায়।  ছবির সাফল্য দেখেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন কঙ্গনা। এমনকী এই নিয়ে ভক্তদের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। বরাবরই অভিনেত্রী তোপ দেগে এসেছেন যে, ভারতীয় দর্শকরা সব সময়ই তিন খানকে পছন্দ করেন। ‘পাঠান’-এর সাফল্যের প্রমাণ হিসেবে এই জনপ্রিয়তাকেই তুলে ধরেছেন কঙ্গনা।  কখনও তিনি ছবির ‘পাঠান’ শিরোনাম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন, তো কখনও আবার এর সঙ্গে পাকিস্তানের যোগ আছে বলেও তোপ দেগেছেন। এছাড়া অন্যান্য কারণেও এই ছবিটির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন অভিনেত্রী। আর এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, ‘পাঠান’ ছবি দুর্দান্ত সাফল্যের সঙ্গে ব্যবসা করলেও বিশেষ খুশি হতে পারেননি কঙ্গনা!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kangana Ranaut BLASTS Karan Johar | অনুষ্কার কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন করণ! 'চাচা চৌধুরীর জীবনে শুধু...' বিস্ফোরক কঙ্গনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement