DMDK Founder Vijayakanth Death: চলে গেলেন বিজয়কান্ত, নিউমোনিয়া কেড়ে নিল প্রাণ, প্রথম নমুনায় কোভিড পজিটিভ অভিনেতা-রাজনীতিক

Last Updated:

DMDK Founder Vijayakanth Death: চলতি বছর নভেম্বর মাস থেকেই বিজয়কান্ত অসুস্থ ছিলেন। গত ১৫ ডিসেম্বর বিজয়কান্তের স্ত্রী প্রেমলতা বিজয়কান্ত সাধারণ সভাপতি হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করেন।

প্রয়াত বিজয়কান্ত
প্রয়াত বিজয়কান্ত
চেন্নাই: প্রয়াত বিজয়কান্ত। অভিনেতা-রাজনীতিক এবং ডিএমডিকে-র প্রতিষ্ঠাতার প্রয়াণে শোকসন্তপ্ত রাজনীতি এবং বিনোদন জগৎ। চেন্নাইতে আজ, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বরে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর বয়স হয়েছিল ৭১।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্যের অবনতি হওয়ার পর ভেন্টিলেশনে ছিলেন বিজয়কান্ত। এদিন সকালেই তাঁর পার্টির তরফে খবর আসে, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। শ্বাসকষ্ট হচ্ছিল বলে ভেন্টিলেশনে আছেন।
advertisement
advertisement
যদিও হাসপাতাল সূত্রে খবর, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পিটিআই সংবাদসংস্থাকে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, দ্বিতীয় বারের নমুনা আসার আগেই পার্টির তরফে ওই বিবৃতি জারি করা হয়।
advertisement
চলতি বছর নভেম্বর মাস থেকেই বিজয়কান্ত অসুস্থ ছিলেন। গত ১৫ ডিসেম্বর বিজয়কান্তের স্ত্রী প্রেমলতা বিজয়কান্ত সাধারণ সভাপতি হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করেন।
তামিল ইন্ডাস্ট্রির রাজনৈতিক নেতারা এবং অভিনেতা-অভিনেত্রীরা শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রয়াত রাজনীতিকের উদ্দেশে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, প্রয়াত ডিএমডিকে প্রধানকে রাষ্ট্রীয় সম্মান জ্ঞাপন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
DMDK Founder Vijayakanth Death: চলে গেলেন বিজয়কান্ত, নিউমোনিয়া কেড়ে নিল প্রাণ, প্রথম নমুনায় কোভিড পজিটিভ অভিনেতা-রাজনীতিক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement