হোম /খবর /দেশ /
তিন বছর বয়সে অ্যাসিড ছুড়েছিল বাবা! প্রাণে বেঁচে কীভাবে ঘুরে দাঁড়ালেন নিতু?

Uttar Pradesh: তিন বছর বয়সে অ্যাসিড ছুড়েছিল নিজের বাবা! প্রাণে বেঁচে কীভাবে ঘুরে দাঁড়ালেন নিতু?

নিজের দোকানে নিতু। (ডানদিকে)

নিজের দোকানে নিতু। (ডানদিকে)

অ্যাসিড হামলা সহ্য করতে না পেরে মৃত্যু হয় নিতুর ছোট বোনের৷ প্রাণে বেঁচে গেলেও নিতু এবং তাঁর মায়ের জীবনে নেমে আসে অন্ধকার৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

আগরা: মাত্র তিন বছর বযসে অ্যাসিড হামলার শিকার হতে হয়েছিল৷ তাও অন্য কেউ নয়, নিজের বাবা, কাকা মিলেই অ্যাসিডে পুড়িয়ে দিয়েছিল শরীর৷ কিন্তু মানুষের ইচ্ছাশক্তি, জেদের কাছে হার মানে যে কোনও প্রতিবন্ধকতা৷ তার আদর্শ উদাহরণ উত্তর প্রদেশের আগরার নিতু কুমার৷

মাত্র তিন বছর বয়সে নিজের মা এবং ছোট বোনের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল নিতু৷ রাতে বাড়ির বাইরেই একটি ঠেলা গাড়ির উপরে ঘুমোচ্ছিল সে৷ সেখানে হঠাৎই হাজির হয় নিতুর বাবা এবং কাকা৷ ঘুমন্ত অবস্থাতেই নিতু, তার মা এবং দেড় বছর বয়সি ছোট বোনের উপরে অ্যাসিড ছুড়ে মারে তারা৷

আরও পড়ুন: মাত্র ৫ বছর বয়সেই পুলিশের চাকরি পেল ছোট্ট নামান, ঘটনা ভাইরাল

অ্যাসিড হামলা সহ্য করতে না পেরে মৃত্যু হয় নিতুর ছোট বোনের৷ প্রাণে বেঁচে গেলেও নিতু এবং তাঁর মায়ের জীবনে নেমে আসে অন্ধকার৷ কারণ গোটা শরীরে অ্যাসিড হামলার ক্ষত তো ছিলই, এমন কি দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলে নিতু৷

আসলে নিতুর বাবা চেয়েছিল পুত্রসন্তান৷ কিন্তু পর পর তিন কন্যাসন্তানকে মেনে নিতে না পেরেই এই নৃশংস কাণ্ড ঘটায় সে৷ তাকে প্ররোচনা দিয়েছিল পরিবারের অন্যান্য সদস্যরাও৷ এই ঘটনায় নিতুর বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ২ বছরের কারাদণ্ডের শাস্তিও হয়৷

আরও পড়ুন: হেঁসেলে কিছু নিয়ম মানলেই কেল্লা ফতে! রান্নার গ্যাসের খরচ কমবে হু হু করে, বাঁচবে আপনার টাকা

সেখান থেকে লড়াই শুরু৷ অ্যাসিড হামলার ক্ষত, অনেক কটূক্তি সহ্য করেও হাল ছাড়েনি ছোট্ট নিতু৷ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ নিজের স্টার্ট আপ ব্যবসা শুরু করেছে সে৷ নিজের মায়ের নামেই ব্যবসা খুলেছেন নিতু৷ নাম দিয়েছে গীতার রান্নাঘর৷ এই কাজে নিতু আর এক বোন পুনম, জামাইবাবু মণীষ এবং তাঁর এক বন্ধু নিতুকে সাহায্য করেন৷

এর আগে আগরার একটি ক্যাফেতে কাজ করতেন নিতু৷ অ্যাসিড হামলার জেরে নিতুর দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ৷ এখনও চোখের চিকিৎসা চলছে তাঁর৷ মুখের একাংশও পুড়ে বিকৃত হয়ে যায়৷ ছোটবেলার সেই বিপর্যয়ের জেরে স্কুলেও যেতে পারেননি নিতু৷ করা হয়নি পড়াশোনাও৷ কিন্তু নিজের উপরে বিশ্বাস হারাননি নিতু৷ এই কারণেই ক্যাফেতে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন নিতু৷ আরএসএস-এর প্রকল্প রোজগার ভারতীয় প্রকল্প থেকে সাহায্যও পেয়েছেন নিতু৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Acid Attack, Agra, Uttar Pradesh