Uttar Pradesh: তিন বছর বয়সে অ্যাসিড ছুড়েছিল নিজের বাবা! প্রাণে বেঁচে কীভাবে ঘুরে দাঁড়ালেন নিতু?
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
অ্যাসিড হামলা সহ্য করতে না পেরে মৃত্যু হয় নিতুর ছোট বোনের৷ প্রাণে বেঁচে গেলেও নিতু এবং তাঁর মায়ের জীবনে নেমে আসে অন্ধকার৷
আগরা: মাত্র তিন বছর বযসে অ্যাসিড হামলার শিকার হতে হয়েছিল৷ তাও অন্য কেউ নয়, নিজের বাবা, কাকা মিলেই অ্যাসিডে পুড়িয়ে দিয়েছিল শরীর৷ কিন্তু মানুষের ইচ্ছাশক্তি, জেদের কাছে হার মানে যে কোনও প্রতিবন্ধকতা৷ তার আদর্শ উদাহরণ উত্তর প্রদেশের আগরার নিতু কুমার৷
মাত্র তিন বছর বয়সে নিজের মা এবং ছোট বোনের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল নিতু৷ রাতে বাড়ির বাইরেই একটি ঠেলা গাড়ির উপরে ঘুমোচ্ছিল সে৷ সেখানে হঠাৎই হাজির হয় নিতুর বাবা এবং কাকা৷ ঘুমন্ত অবস্থাতেই নিতু, তার মা এবং দেড় বছর বয়সি ছোট বোনের উপরে অ্যাসিড ছুড়ে মারে তারা৷
advertisement
advertisement
অ্যাসিড হামলা সহ্য করতে না পেরে মৃত্যু হয় নিতুর ছোট বোনের৷ প্রাণে বেঁচে গেলেও নিতু এবং তাঁর মায়ের জীবনে নেমে আসে অন্ধকার৷ কারণ গোটা শরীরে অ্যাসিড হামলার ক্ষত তো ছিলই, এমন কি দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলে নিতু৷
আসলে নিতুর বাবা চেয়েছিল পুত্রসন্তান৷ কিন্তু পর পর তিন কন্যাসন্তানকে মেনে নিতে না পেরেই এই নৃশংস কাণ্ড ঘটায় সে৷ তাকে প্ররোচনা দিয়েছিল পরিবারের অন্যান্য সদস্যরাও৷ এই ঘটনায় নিতুর বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ২ বছরের কারাদণ্ডের শাস্তিও হয়৷
advertisement
আরও পড়ুন: হেঁসেলে কিছু নিয়ম মানলেই কেল্লা ফতে! রান্নার গ্যাসের খরচ কমবে হু হু করে, বাঁচবে আপনার টাকা
সেখান থেকে লড়াই শুরু৷ অ্যাসিড হামলার ক্ষত, অনেক কটূক্তি সহ্য করেও হাল ছাড়েনি ছোট্ট নিতু৷ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ নিজের স্টার্ট আপ ব্যবসা শুরু করেছে সে৷ নিজের মায়ের নামেই ব্যবসা খুলেছেন নিতু৷ নাম দিয়েছে গীতার রান্নাঘর৷ এই কাজে নিতু আর এক বোন পুনম, জামাইবাবু মণীষ এবং তাঁর এক বন্ধু নিতুকে সাহায্য করেন৷
advertisement
এর আগে আগরার একটি ক্যাফেতে কাজ করতেন নিতু৷ অ্যাসিড হামলার জেরে নিতুর দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ৷ এখনও চোখের চিকিৎসা চলছে তাঁর৷ মুখের একাংশও পুড়ে বিকৃত হয়ে যায়৷ ছোটবেলার সেই বিপর্যয়ের জেরে স্কুলেও যেতে পারেননি নিতু৷ করা হয়নি পড়াশোনাও৷ কিন্তু নিজের উপরে বিশ্বাস হারাননি নিতু৷ এই কারণেই ক্যাফেতে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন নিতু৷ আরএসএস-এর প্রকল্প রোজগার ভারতীয় প্রকল্প থেকে সাহায্যও পেয়েছেন নিতু৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agra,Uttar Pradesh
First Published :
March 27, 2023 12:52 PM IST