Abhishek Banerjee | CBI: সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ! ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি৷

কলকাতা: এবার সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, মঙ্গলবার সকালেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উত্থাপন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। প্রসঙ্গত, ইতিমধ্যেই এদিন সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে অভিষেককে। তার আগে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন অভিষেকের আইনজীবী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি৷ এ নিয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে জেলার মারফত একটি চিঠিও দিয়েছেন কুন্তল৷ সেই চিঠির বিষয়বস্তু জানতে হাইকোর্টেও যায় ইডি৷ সেই সময় গোটা বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
আরও পড়ুন: সিবিআইয়ের চিঠি পেয়েই বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি-কে
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে বসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত। দুজনকেই জিজ্ঞাসাবাদ করুক সিবিআই-ইডি।
advertisement
বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন, তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে। কুন্তল ঘোষ সেখান থেকেই এই অভিযোগের বয়ান লেখার সূত্র পেয়েছিলেন কি না, তার জন্য তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিচারপতি। কিন্তু সোমবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই বিষয়ে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয়৷ নির্দেশে জানানো হয়, আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মামলার পরবর্তী শুনানি ছিল ২৪ এপ্রিল৷
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক ট্যুইট! শুভেন্দু অধিকারীর লম্বা তালিকায় কোন কোন নেতার নাম?
কিন্তু, তার পরেও এদিন দুপুর পৌনে ২টো নাগাদ সিবিআই তাঁর হাতে সমন পৌঁছে দেয়৷ সেখানে লেখা রয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এর পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিষেক৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee | CBI: সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ! ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement