Suvendu Adhikary | Jibankrishna Saha: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক ট্যুইট! শুভেন্দু অধিকারীর লম্বা তালিকায় কোন কোন নেতার নাম?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সিবিআই-এর হাতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পরপরই বিস্ফোরক ট্যুইট শুভেন্দু অধিকারীর। শাসকদলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য় রাজ্য়ের বিরোধী দলনেতার৷
কলকাতা: সিবিআই-এর হাতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পরপরই বিস্ফোরক ট্যুইট শুভেন্দু অধিকারীর। শাসকদলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য় রাজ্য়ের বিরোধী দলনেতার৷ নিজের ট্যুইটে শুভেন্দু অধিকারী যে তালিকার উল্লেখ করেছেন, তাতে নাম রয়েছে অপরূপা পোদ্দার, অখিল গিরি, নিশীথ কুমার মালিক, শুভ্রাংশু রায়, আবু তাহের খান সহ বিভিন্ন নেতার৷
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর অভিযোগ, "বহুবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছি, এক-দুই নয় প্রায় শতাধিক ..... বিধায়কদের সুপারিশে কোথাও নিজেদের আত্মীয়স্বজন চাকরি পেয়েছেন আবার কোথাও মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আবার মহামান্য আদালতের নির্দেশের ফলে মুখ্যমন্ত্রী সহ একাধিক ..... নেতার ভাই, ছেলে, মেয়ে, ভাগ্নি কিংবা স্বামীর চাকরি গেছে। তা জনসমক্ষে আগেই এসেছে। ঠিক যেমন মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে নিয়োগ দুর্নীতিতে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ভূমিকা এখন আতস কাচের নীচে, ঠিক একই ভাবে এই সব তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক কিংবা প্রাক্তন বিধায়কদেরও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করি। আজ এটুকুই থাক, ক্রমশঃ প্রকাশ্য..."।
advertisement
Just as, due to the intervention of Hon'ble Calcutta High Court; the role of Tehatta TMC MLA Tapas Kumar Saha is under scanner in the "Cash for WB Govt Job" Scam; similarly the following TMC MPs, Minister & MLA should be investigated to unearth the deep roots of the racket:- pic.twitter.com/H67TMCdrWK
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 17, 2023
advertisement
advertisement
বাংলা নববর্ষের প্রথম দিনই নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘‘অন্তত ১০০ তৃণমূল বিধায়ক চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন। চাকরিপিছু ১৫-১৮ লক্ষ টাকা নিয়েছেন তাঁরা। আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূল বিধায়কের সংখ্যা নেমে যাবে। এমনকি, তৃণমূল বিধায়কদের সংখ্যা নেমে আসতে পারে একশোরও নীচে'। এবার শাসক দলের কয়েকজনের বিরুদ্ধে সুপারিশ পত্র তুলে ধরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন শুভেন্দু।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 17, 2023 4:27 PM IST