হোম /খবর /কলকাতা /
সিবিআইয়ের চিঠি পেয়েই বিস্ফোরক অভিষেক! তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি-কে

Abhishek Banerjee | CBI: সিবিআইয়ের চিঠি পেয়েই বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি-কে

মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷

  • Share this:

কলকাতা: সকালেই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট৷ তা সত্ত্বেও দুপুর পৌনে ২ টোর সময় একেবারে হাতে হাতে দিয়ে যাওয়া হল সমন৷ ঘটনায় বিজেপি তীব্র কটাক্ষ করে ট্যুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ লিখলেন, ‘‘আমাকে হ্য়ারাস ও টার্গেট করতে গিয়ে বিজেপি সিবিআই-ইডি কে আদালত অবমাননার সম্মুখীন করে দিচ্ছে৷’’

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি৷ এ নিয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে জেলার মারফত একটি চিঠিও দিয়েছেন কুন্তল৷ সেই চিঠির বিষয়বস্তু জানতে হাইকোর্টেও যায় ইডি৷ সেই সময় গোটা বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক ট্যুইট! শুভেন্দু অধিকারীর লম্বা তালিকায় কোন কোন নেতার নাম?

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে বসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত। দুজনকেই জিজ্ঞাসাবাদ করুক সিবিআই-ইডি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন, তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে। কুন্তল ঘোষ সেখান থেকেই এই অভিযোগের বয়ান লেখার সূত্র পেয়েছিলেন কি না, তার জন্য তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিচারপতি। কিন্তু সোমবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই বিষয়ে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয়৷ নির্দেশে জানানো হয়, আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মামলার পরবর্তী শুনানি ছিল ২৪ এপ্রিল৷

আরও পড়ুন: জেরার সময় নাকি কেঁদেই ভাসালেন জীবনকৃষ্ণ সাহা! ২১ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে বড়ঞাঁর বিধায়ক

কিন্তু, তার পরেও এদিন দুপুর পৌনে ২টো নাগাদ সিবিআই তাঁর হাতে সমন পৌঁছে দিয়ে যায় বলে জানান অভিষেক৷ সেখানে লেখা রয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Abhisekh Banerjee, Abhishek Banerjee