Abhishek Banerjee: দাবি না মানলে চূড়ান্ত ভোটার তালিকাও মানবে না তৃণমূল, দিল্লিতে নির্বাচন কমিশনে আড়াই ঘণ্টা বৈঠক শেষে বিস্ফোরক অভিষেক!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
অভিষেক জানিয়েছেন , মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি)-র আওতায় থাকা ভোটারদের তালিকা প্রকাশের জন্য বৈঠকে দাবি জানিয়েছেন তাঁরা৷
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের পক্ষ থেকে ৮-১০টি প্রশ্ন করা হয়েছিল৷ তার মধ্যে দু-তিনটি সাধারণ প্রশ্ন ছাড়া তৃণমূলের তোলা অধিকাংশ প্রশ্নেরই কোনও উত্তর দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমা এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্য কমিশনাররা৷
অভিষেক জানিয়েছেন , মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি)-র আওতায় থাকা ভোটারদের তালিকা প্রকাশের জন্য বৈঠকে দাবি জানিয়েছেন তাঁরা৷ পাশাপাশি, বিএলএ-২ দের শুনানির সময় উপস্থিত থাকতে দিতে হবে বলেও তৃণমূলের পক্ষ থেকে দাবি তোলা হয়৷ অভিষেক বলেন, বিএলএ ২-রা শুনানির সময় থাকতে পারবেন না, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করুক কমিশন৷ যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন মুখ্য কমিশনার৷
advertisement
অভিষেক বলেন, ‘কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি না করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে দেশ এবং রাজ্য চালাতে চাইছে৷ কারণ বিজ্ঞপ্তি জারি করলেই রাজনৈতিক দলগুলি আদালতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করবে৷ কেন নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপ্যান্সির আওতায় থাকায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তালিকা কমিশন প্রকাশ করবে না? কেন বিএলএ ২ -দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না?’
advertisement
advertisement
এর পাশাপাশি ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক যাঁদের কো মর্বিডিটি অথবা গুরুতর শারীরিক সমস্যা রয়েছে তাঁদের শুনানি কেন্দ্রে ডেকে হয়রান না করারও দাবি জানিয়েছে তৃণমূল৷ পাশাপাশি রাজ্যে যে ৫৮ লক্ষ ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা রয়েছেন, তার তালিকাও প্রকাশের দাবি তাঁরা জ্ঞানেশ কুমারের সামনে তুলেছেন বলে দাবি করেন অভিষেক৷
advertisement
তৃণমূল শীর্ষ নেতা বলেন, ‘আমরা যদি মিথ্যে কথা বলি, তাহলে আড়াই ঘণ্টা ধরে বৈঠকে কী হয়েছে তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক নির্বাচন কমিশন৷’
অভিষেক দাবি করেছেন, কমিশন যদি তাঁদের দাবি মতো সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ না করে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকাও তৃণমূল মানবে না৷ অভিষেক বলেন, ‘আমাদের তালিকা না দিলে, ১৪ ফেব্রুয়ারির নতুন চূড়ান্ত তালিকা মানব না। আমরা আইনিভাবে যা পদক্ষেপ নেওয়ার নেব৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 4:00 PM IST








