Abhishek Banerjee: লক্ষ্য লোকসভা! 'পঞ্চায়েত ভোটে গা-জোয়ারি নয়...' বিশেষ নির্দেশ অভিষেকের
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সূত্রের খবর, আগামী পঞ্চায়েত ভোটকে মাথা রেখে, জলপাইগুড়ি জেলার ৭৮টি চা বাগানেই সমাবেশ করার পরিকল্পনা আছে তৃণমূলের।
কলকাতা: নজরে পঞ্চায়েত ভোট। যা আগামী বছরের লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্ট যে কোনও রাজনৈতিক দলের কাছে। তাই এখন থেকেই উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের ময়দানে নামার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ারের সভার মধ্যে দিয়ে তারই সূচনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করা যাবে না বলে দলের নেতাদের আগেই সতর্ক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত সেপ্টেম্বর মাসে চা বাগানের শ্রমিকদের নিয়ে সমাবেশেও করেছিল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে কোনও দাদাগিরি নয়। প্রশাসনিক কাজে ব্যক্তিগত প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। সূত্রের খবর, তৃণমূলের সাংগঠনিক রদবদলের সঙ্গে সঙ্গেই, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।গত বছর, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই ৪ জেলার শীর্ষ তৃণমূল নেতা এবং শাখা সংগঠনের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক। এর পর উত্তরবঙ্গে একাধিক সভা ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি।
advertisement
advertisement
সূত্রের খবর, আলিপুরদুয়ারের নেতাদের অভিষেক তখনই বলেন, 'এখন থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে হবে।' জেলার সমস্ত চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল নেতাদের। সূত্রের খবর, আগামী পঞ্চায়েত ভোটকে মাথা রেখে, জলপাইগুড়ি জেলার ৭৮টি চা বাগানেই সমাবেশ করার পরিকল্পনা আছে তৃণমূলের। সমস্ত চা বাগান নিয়ে বৃহত্তর সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ির দলীয় নেতৃত্বকে বলা হয়েছে, পুরসভার উন্নয়নে জোর দিতে।
advertisement
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৩৪ শতাংশ আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল বাংলাজুড়ে। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে ধাক্কা খায় তৃণমূল।উত্তরবঙ্গের একটিও লোকসভা আসনে জিততে পারেনি তারা। তৃণমূলের অন্দরেও অনেকেই স্বীকার করেন, ২০১৮-র পঞ্চায়েত ভোটে গা জোয়ারির প্রভাব পড়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনে। ২০২১-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে কিছুটা জমি ফেরাতে সক্ষম হয় তৃণমূল। এবার সামনে পঞ্চায়েত ভোট। সে কথা মাথায় রেখেই দলকে এখন থেকে তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ার দিয়ে পঞ্চায়েত প্রচারের কার্যত সূচনা করবেন তিনি।
advertisement
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 9:10 AM IST