#কলকাতা: গোয়ার বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই সেই রাজ্যে নিজেদের বিস্তার চাইছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি, সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকদের বার বার বার্তা দিতে স্বয়ং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আসরে নেমে পড়েছেন (Abhishek Banerjee in Goa)। মঙ্গলবার রাতে ফের দু'দিনের সফরে গোয়ায় গিয়েছেন অভিষেক (Abhishek Banerjee in Goa)। আর সেখানে গিয়ে কাজ শুরু করলেন বুধবার সকাল সকাল। গোয়ায় শ্রী রুদ্রেশ্বর মন্দিরে এদিন পুজো দেন অভিষেক (Abhishek Banerjee in Goa)। প্রার্থনা ও আশীর্বাদ নিয়েই গোয়ায় কাজ শুরু করলেন তিনি।
আগেই জানা গিয়েছিল এবারের বড়দিনের গোটা ছুটির মরসুমটাই গোয়ায় কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে কাজের কারণে দিনক্ষণে সামান্য বদল আনা হয়। ২৮ তারিখ রাতেই সে কারণে গোয়ায় যান অভিষেক। গোয়ায় একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেখানকার কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেকের। সঙ্গে এবারও গোয়ায় যোগদান কর্মসূচি রয়েছে অভিষেকের নেতৃত্বে। এছাড়া সেখানকার কর্মী-সমর্থকদেরও ভোকাল টনিক দেবেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন: বড়দিনের উৎসবে বড় পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ৩ দিনের সফরের গুরুত্ব বিরাট
জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতার লক্ষ্যেই বার বার পশ্চিমের গোয়ায় পা রাখছে তৃণমূল। বড়দিনে যিশু উৎসবকেও সেক্ষেত্রে জনসংযোগে কাজে লাগাতে চাইছে দল। বিধানসভার ভোট যত এগিয়ে আসছে আরব সাগরের পাড়ের রাজ্যে, ততই গোয়ায় রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এ মাসের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে জনসভা ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন। রাজ্যের বিশিষ্টদের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। সূত্রের খবর, অভিষেক ৩০ তারিখ ফিরবেন কলকাতায়।
আরও পড়ুন: বড়দিনে বড় লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাওয়া বুঝেই ফের গোয়ায় পা!
আগামী বছরের শুরুতেই গোয়াতে বিধানসভা নির্বাচন। তাই এই মূহুর্তে গোয়াই তৃণমূলের কাছে প্রাধান্য পাচ্ছে। সম্প্রতি গোয়া সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সফর সঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের বছর শেষে আরও একবার গোয়া সফরে যাওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বড়দিন বরাবরই গোয়ায় বিশাল পরিধিতে উদযাপন হয়। দেশ-বিদেশের মানুষ এই সময় গোয়ায় যান। সংগঠনকে মজবুত করে জনসংযোগ বাড়াতে এই সময়টা কাজে লাগাতে চাইছে তৃণমূল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Goa TMC, Mamata Banerjee