Abhishek Banerjee Goa Visit: বড়দিনে বড় লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাওয়া বুঝেই ফের গোয়ায় পা!

Last Updated:

সূত্রের খবর, আগামী ২৬ ডিসেম্বর গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Goa Visit)।

বড়দিনে বড় লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাওয়া বুঝেই ফের গোয়ায় পা!
বড়দিনে বড় লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাওয়া বুঝেই ফের গোয়ায় পা!
#কলকাতা: বড়দিনের উৎসব ও সেই উপলক্ষ্যে ছুটির মরসুমের মধ্যেই ফের গোয়া সফরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Goa Visit)। সূত্রের খবর, আগামী ২৬ ডিসেম্বর গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Goa Visit)। থাকবেন ২৮ তারিখ পর্যন্ত। সেখানে যোগদান কর্মসূচি রয়েছে বলে খবর। এছাড়া সেখানকার কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেকের। প্রাথমিকভাবে ২৬ তারিখই অভিষেক গোয়া যাবেন জানা গেলেও পরবর্তীতে পরিবর্তন হতে পারে দিনক্ষণ।
সূত্রের খবর, গোয়া থেকেই বিপ্লব দেবের রাজ্য ত্রিপুরা যাবেন অভিষেক (Abhishek Banerjee Goa Visit)। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। অভিষেকের ত্রিপুরা সফরও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোয়া সফরের পরই ২৯ ও ৩০ ডিসেম্বর ত্রিপুরাতে থাকবেন অভিষেক। তৃণমূল মনে করছে, খুবই অল্প সময়ের ব্যবধানে ত্রিপুরা পুরনির্বাচনে বিজেপির ব্যাপক সন্ত্রাস সত্ত্বেও ভালো ফল করেছে তৃণমূল। ৩১ ডিসেম্বর কলকাতা ফিরবেন অভিষেক। জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতার লক্ষ্যেই বার বার পশ্চিমের গোয়ায় পা রাখছে তৃণমূল। বড়দিনে যিশু উৎসবকেও সেক্ষেত্রে জনসংযোগে কাজে লাগাতে চাইছে দল।
advertisement
আরও পড়ুন: 'যত বড় নেতারই ছত্রছায়ায় থাকুক...', পুরভোটের শেষ লগ্নে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়! নিশানায় কারা?
আগামী বছরের শুরুতেই গোয়াতে বিধানসভা নির্বাচন। তাই এই মূহুর্তে গোয়াই তৃণমূলের কাছে প্রাধান্য পাচ্ছে। সম্প্রতি গোয়া সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সফর সঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের বছর শেষে আরও একবার গোয়া সফরে যাওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বড়দিন বরাবরই গোয়ায় বিশাল পরিধিতে উদযাপন হয়। দেশ-বিদেশের মানুষ এই সময় গোয়ায় যান। সংগঠনকে মজবুত করে জনসংযোগ বাড়াতে এই সময়টা কাজে লাগাতে চাইছে তৃণমূল।
advertisement
advertisement
আরও পড়ুন: 'ধর্ষণ উপভোগ' করতে বলা কংগ্রেস বিধায়ককে তিরষ্কার প্রিয়াঙ্কা গান্ধির, বললেন...
এ মাসের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে জনসভা ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন। রাজ্যের বিশিষ্টদের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। ওই সফরে গিয়ে মমতার দাবি ছিল, গোয়ায় তিন দশকের বিজেপি শাসনের বিকল্প হতে পারে একমাত্র তৃণমূল এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (MGP) জোট। এবার সেই ঝাঁঝ আরও বাড়াতে তৃণমূলনেত্রীর পথ অনুসরণ করেই গোয়ায় পা বাড়াচ্ছেন অভিষেক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee Goa Visit: বড়দিনে বড় লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাওয়া বুঝেই ফের গোয়ায় পা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement