Abhishek Banerjee in Tripura| আজ অভিষেক ত্রিপুরায়, কাদের দলে টানবেন, চূড়ান্ত জল্পনা...

Last Updated:

Abhishek Banerjee in Tripura| অভিষেক কী বলেন, কেউ এই সভায় তৃণমূলে যোগ দেন কিনা-সে দিকে নজর থাকবে গোটা দেশের রাজনৈতিক মহলের।

ত্রিপুরায় কী হবে অভিষেকের নতুন স্ট্র্যাটেজি?
ত্রিপুরায় কী হবে অভিষেকের নতুন স্ট্র্যাটেজি?
#আগরতলা: ত্রিপুরায় আজ সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বপরিকল্পনা মতোই রবীন্দ্রভবনের সামনেই বেলা ১২টায় শুরু হবে এই সভা। অতীতে বারংবার ত্রিপুরায় পা রাখতে চেয়ে বাধা পেয়েছেন অভিষেক। এমনকী শেষ মুহূর্তেও গড়িমসির মুখে পড়তে হয়েছে। আইনি পথে সভা করার অনুমতি এসেছে। তাই সব মিলিয়েই এদিনের সভা ঘিরে ফুটছে তৃণমূল। অভিষেক কী বলেন, কেউ এই সভায় তৃণমূলে যোগ দেন কিনা-সে দিকে নজর থাকবে গোটা দেশের রাজনৈতিক মহলের। রাজীব বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরায় রয়েছেন এই মুহূর্তে। অনেকেই সেই কারণে দুয়ে দুয়ে চার করছেন।
গতকাল শেষ মুহূর্তে অভিষেকের এই সভার স্থান সরাতে নির্দেশ দেয় বিপ্লব দেবের রাজ্যের পুলিশ। রবীন্দ্র ভবনের সামনে সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদকের জনসভা নিয়ে হাইকোর্টে মামলা করেছিল রাজ্য তৃণমূল কংগ্রেস। রাতেই হাইকোর্টে শুনানি সম্পন্ন হয়েছে। রবীন্দ্র ভবনের সামনেই জনসভা হবে বলে হাইকোর্ট রায় দিয়েছে। এতে খুশি তৃণমূল কর্মী সমর্থকরা।
advertisement
advertisement
পুলিশের তরফে বলা হয়েছিল এই এলাকায় সভা হলে যানজট হতে পারে। কিন্তু অই নির্দেশ আসে শেষ মুহূর্তে। ততক্ষণে মঞ্চ তৈরি থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। সেই কারণেই আদালতে ছোটে তৃণমূল। কুণাল ঘোষের কথায়, "অভিষেককে ওরা ভয় পাচ্ছে। অভিষেক যাতে ত্রিপুরায় না আসে তার জন্য সবরকম ব্যবস্থা করেছিল। ১৪৪ করে রেখেছিল গোটা শহরটা।"
advertisement
প্রসঙ্গত শুধু মঞ্চ নিয়েই গড়িমসি নয়। শেষ মুহূর্তে করোনাবিধিতেও বদল এনেছে ত্রিপুরা সরকার। বলা হয় আরটিপিসিআর নেগেটিভ হলে তবেই ত্রিপুরায় প্রবেশ করা যাবে। বিপ্লব দেব সরকারের দাবি, বাংলায় করোনা পজিটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হিসেব বলছে ২৬ অক্টোবর বাংলায় পজিটিভিটি রেট ছিল ২.০৮ শতাংশ।
advertisement
কেন ত্রিপুরা সরকার এই দাবি করছে, প্রশ্ন তুলছে তৃণমূল। তৃণমূলের তরফে জেলাওয়াড়ি হিসেব সামনে এনে দেখানো হয়েছে কোনও জেলাতেই সংক্রমণের হার ৫ শতাংশ ছাড়ায়নি। সেই কারণেই প্রতিহিংসার অভিযোগ আনছে তৃণমূল। তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলছেন, এভাবে তৃণমূলকে আটকানো যাবে না।
সামনের মাসে ত্রিপুরায় পুরভোট। বলাই বাহুল্য তৃণমূল পাখির চোখ করেছে এই ভোটকে। আর সে কারণেই মাথা ব্যথা শাসক দলের, বলছে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee in Tripura| আজ অভিষেক ত্রিপুরায়, কাদের দলে টানবেন, চূড়ান্ত জল্পনা...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement