Abhishek Banerjee on Congress: 'ইভিএম নয়, আসল চুরি হচ্ছে ভোটার তালিকায়!' কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে কী পরামর্শ দিলেন অভিষেক?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
অভিষেক অবশ্য জানিয়েছেন, নিজের অভিজ্ঞতার কথা তিনি অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে ভাগ করে নিতে তৈরি৷
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করার পর কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির ভূমিকারও সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি অভিযোগ করলেন, আসল ভোট চুরি যে ভোটার তালিকা থেকেই হচ্ছে, তা এতদিন ধরতেই পারেনি অন্যান্য বিরোধী দলগুলি৷
মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর অভিষেক বলেন, ‘বিহারে কংগ্রেস-আরজেডি, দিল্লিতে আম আদমি পার্টি ধরতেই পারেনি যে আসল ভোট চুরি ইভিএম-এ নয়, ভোটার তালিকা থেকে হচ্ছে৷ নাহলে মহারাষ্ট্র, বিহার, হরিয়ানার মতো রাজ্যে বিজেপি-র স্ট্রাইক রেট ৮৮ শতাংশ হতো না৷ বরং এই রাজ্যগুলিতে বিজেপি হারত৷’
অভিষেক অবশ্য জানিয়েছেন, নিজের অভিজ্ঞতার কথা তিনি অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে ভাগ করে নিতে তৈরি৷ তৃণমূল শীর্ষ নেতা বলেন, ‘মহারাষ্ট্রে বিজেপি ছ মাসে ৪০ লক্ষ ভোটারের নাম যোগ করেছে৷ সমমনষ্ক বিরোধী দলেদের বলছি- ভোটার তালিকায় চুরি হচ্ছে। সফটওয়্যার ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে। কংগ্রেস যদি এটা আগে ধরতে পারত, তাহলে বিজেপি হারত।’
advertisement
advertisement
অভিষেক অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেছেন, অন্যান্য রাজ্যে যা হোক না কেন বাংলায় তার পুনরাবৃত্তি হবে না৷ অভিষেক বলেন, ‘বাংলায় ভোটার শতাংশ বাড়ছে না কেন? ওখানে চুরিটা আমরা ধরে ফেলেছি৷ আপনি তালিকা প্রকাশ করছেন না কেন? পরিচ্ছন্ন ভোটার তালিকা যদি লক্ষ্যই হয়, তাহলে সেটা লুকিয়ে তো হয় না?’
এ দিনও মুখ্য নির্বাচন কমিশনারের সামনে ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে৷ অভিষেক বলেন, ‘আমাদের তালিকা না দিলে, ১৪ ফেব্রুয়ারির নতুন চূড়ান্ত তালিকা মানব না। আমরা আইনিভাবে যা পদক্ষেপ নেওয়ার নেব৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 4:37 PM IST









