Abdul Mannan: শেষ পর্যবেক্ষক এখন বিজেপি-তে, বঙ্গের কংগ্রেস নিয়ে সনিয়ার কাছে মান্নান
- Published by:Suman Biswas
Last Updated:
Abdul Mannan: সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেসে এআইসিসি ইনচার্জ চাইলেন আব্দুল মান্নান।
#নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এআইসিসি পর্যবেক্ষক নেই। দ্রুত ওই পদ পূরণ করা হোক, এই দাবিতে সোনিয়া গান্ধির দরবারে প্রদেশ কংগ্রেস নেতা আবদুল মান্নান (Abdul Mannan)। বুধবার কংগ্রেস নেত্রীর ১০, জনপথের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন তিনি। রাজ্য-রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা। এদিন আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, ''দীর্ঘ দিন ধরে রাজ্যে কোনও এআইসিসি পর্যবেক্ষক নেই। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। দীর্ঘসময় পর্যবেক্ষক না থাকায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অবিলম্বে পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছি ম্যাডামের কাছে।''
গত পাঁচ মাসের বেশি সময় পশ্চিমঙ্গে এআইসিসির কোনও পর্যবেক্ষক নেই। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা জিতিন প্রসাদ ওই পদে ছিলেন। তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন কয়েকমাস আগে। যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রীও হয়েছেন জিতিন। তারপর থেকেই ওই পদ খালি রয়েছে। খালি পদে নতুন কাউকে ওই আনা হয়নি। দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করে রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন আব্দুল মান্নান।
advertisement
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্যে কংগ্রেসের অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, ''রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে ঠিকই। তবে আমরা হতাশ নই।'' তৃণমূল-বিজেপিকে একযোগে নিশানা করেছেন এই কংগ্রেস নেতা। বলেছেন, ''তৃণমূল ও বিজেপির গোপন বোঝাপড়া রয়েছে।'' এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মান্নান জানান, ''কংগ্রেস সরকারের সময়ে নিয়োগে কোনও দুর্নীতি হয়নি। বাম আমলে হলেও তা পরে ক্লিয়ারেন্স পেয়েছে। বর্তমান সরকারের আমলে সব নিয়োগই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাজ্যে কোনও নিয়োগই স্বাভাবিক ভাবে হচ্ছে না। হাইকোর্টের পর্যবেক্ষণে বার-বার প্রশ্ন উঠছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে।''
advertisement
advertisement
অন্য দিকে পেট্রোল -ডিজেলের ভ্যাট রাজ্যে কমানো না হলেও মদের দাম কমেছে, এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘যে দেশের সরকার বা যে রাজ্যের সরকার মদ খেয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেয়, আর অনশন করতে গিয়ে শিক্ষকের মৃত্যুর ঘটনা নিয়ে একটা শোক প্রস্তাবটুকুও দিতে পারেনা, তাদের থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায়!''
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2021 8:34 PM IST