বিরোধী জোটে নেই আপ, ২০১৯-এ পাঞ্জাবের সবকটি আসনে এককভাবেই লড়ার সিদ্ধান্ত দলের
Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই ক্রমশ জটিল হচ্ছে বিরোধী জোটের পরিস্থিতি । মায়াবতীর পর এবার আম আদমি পার্টি । পাঞ্জাব থেকে ১৩ টি লোকসভা আসনে এককভাবেই লড়তে চলেছে আপ, গতকাল জানিয়ে দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।
পাঞ্জাবের ভাটিন্ডায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল যে কোনও রকম জোটে অংশগ্রহণ করার পরিকল্পনা বা আগ্রহ নেই আপের ও ২০১৯-এও পাঞ্জাবের সবকটি আসনেও একক প্রার্থীরাই লড়বেন । পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং- এর বিরুদ্ধেও তোপ দেগেছেন কেজরিওয়াল । কর্মসংস্থান থেকে শুরু সামাজিক নিরাপত্তা, বেকার ভাতা, কৃষি ঋণ-কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি পাঞ্জাবের কংগ্রেস সরকার । মাদকাসক্তির সমস্যা নিয়েও উদাসীন অমরিন্দরের কংগ্রেস সরকার, ক্ষোভ জানিয়েছেন কেজরি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2018 8:14 AM IST