ভোটের দামামা, ৬ আসনে প্রার্থী ঘোষণা সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত কেজরিওয়ালের
Last Updated:
#নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে নয়াদিল্লিতে প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি । কংগ্রেসের সঙ্গে মহাজোটে যোগ দেবে না, আগেই জানিয়েছিল কেজরিওয়ালের দল । গতকালই নির্বাশন কমিশন জানিয়েছে নির্ধারিত তারিখেই নির্বাচন হতে চলেছে ।
পূর্ব দিল্লি থেকে আপের হয়ে লড়বেন অতিশী, দক্ষিণ দিল্লিতে আপ প্রার্থী রাঘব চড্ডা, চাদনী চৌক থেকে পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে দিলীপ পান্ডে, উত্তর-পশ্চিম দিল্লি থেকে গুগন সিং ও নয়া দিল্লি থেকে লড়বেন ব্রজেশ গয়াল।
Announcement : Declaration of candidates for the upcoming Loksabha Polls 1. New Delhi - @brijeshgoyalaap 2. East Delhi - @AtishiAAP 3. North East Delhi - @dilipkpandey 4. South Delhi - @raghav_chadha 5. Chandani Chowk - @pankajgupta 6. North West Delhi - @AAPGuganSingh pic.twitter.com/EuNyseK1Fi
— AAP (@AamAadmiParty) March 2, 2019
advertisement
advertisement
আপ নেতা গোপাল রাই জানিয়েছেন কংগ্রেসের সঙ্গে মতের অমিলের জন্যই মহাজোটে থাকছে না । আপের মতে রাহুল গান্ধির সঙ্গে আলোচনা করেও কোনওরকম সিদ্ধান্তে আসতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল।
ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মঞ্চেও উপস্থিত ছিলেন কেজরিওয়াল ও তখনও দুই দলের মধ্যে জোট গঠনের জন্য আর্জি জানান হয়েছিল তবে দলীয় সূত্রের খবর কংগ্রেসের একাংশ আপের সঙ্গে জোটের বিষয়টির বিরোধীতা করেছে।
advertisement
কংগ্রেস সরকারের দূর্নীতি দমন আন্দোলনের ফলে সূচনা হয়েছিল আম আদমি পার্টির । ২০১৩ সালে দিল্লিতে ক্ষমতায় আসে কেজরিওয়ালের দল, তবে লোকপাল বিল প্রসঙ্গে ক্ষমতা ছেড়েছিলেন তিনি । দু'বছর পরে কংগ্রেসকে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে দিল্লিতে ফের সরকার গড়েছিল আপ ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2019 2:31 PM IST