Atishi Marlena Chief Minister of Delhi: কেজরিওয়ালের পরে দিল্লির কুর্সিতে শপথ নিলেন অতীশি! দেশের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী তিনিই
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Atishi Marlena Chief Minister of Delhi:শীলা দীক্ষিত ও সুষমা স্বরাজের পর অতীশিই দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। এত কম বয়সে আর কোনও নেতা বা নেত্রী দিল্লির মুখ্যমন্ত্রী হননি।
নয়া দিল্লি: শনিবার দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন আম আদমি পার্টি (এএপি) নেতা অতীশি মারলেনা। আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরেই পদত্যাগ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁরই প্রস্তাবে পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে অতীশি। শীলা দীক্ষিত ও সুষমা স্বরাজের পর অতীশিই দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। এত কম বয়সে আর কোনও নেতা বা নেত্রী দিল্লির মুখ্যমন্ত্রী হননি।
৪৩ বছর বয়সি অতীশি গত কয়েক বছর ধরে আম আদমি পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আত্মবিশ্বাসী এবং নির্ভীক নেত্রী হিসাবে পরিচিত। আপ নেতা গোপাল রাইয়ের মতে, অতীশিকে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রথমত, বিজেপির চাপ সত্ত্বেও তাঁকে দিল্লির জনগণের সেবা চালিয়ে যেতে হবে। দ্বিতীয়টি হল, বিজেপি যদি অরবিন্দ কেজরিওয়ালের সরকারের ইতিবাচক কাজগুলিকে নষ্ট করার চেষ্টা হলে তিনি বাঁচাবেন।
advertisement
অতীশির মন্ত্রী পরিষদে রয়েছেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাশ গাহলট, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াত। নয়া দিল্লির রাজভবনে আনুষ্ঠানিক শপথ নিয়েছেন তাঁরাও। লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা অতীশি ও তাঁর মন্ত্রী পরিষদকে শপথবাক্য পাঠ করান এ দিন।
advertisement
#WATCH | AAP leader Atishi takes oath as Chief Minister of Delhi pic.twitter.com/R1iomGAaS9
— ANI (@ANI) September 21, 2024
advertisement
শুক্রবারের আগে, লেফটেন্যান্ট গভর্নরের অফিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অতীশিকে তাঁর শপথ নেওয়ার তারিখ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন এবং কেজরিওয়ালের পদত্যাগও গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি পাঁচ মন্ত্রীর নিয়োগের অনুমোদনও দিয়েছেন।
আরও পড়ুন- সেনা অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! পুলিশের আচরণে স্তম্ভিত দেশ
বিদায়ী কেজরিওয়াল সরকারের সময়ে, অতীশি ১৩টি দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। যার মধ্যে অর্থ, রাজস্ব, PWD, বিদ্যুৎ এবং শিক্ষা-সহ অন্যান্য বিষয় রয়েছে। গোপাল রাই পরিবেশ, উন্নয়ন এবং সাধারণ প্রশাসন বিভাগের দায়িত্বে ছিলেন। অন্য দিকে, ভরদ্বাজ স্বাস্থ্য, পর্যটন এবং নগর উন্নয়ন বিভাগের দেখাশোনা করতেন। গাহলট পরিবহন, স্বরাষ্ট্র ও মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্ব পালন করেন। হুসেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী ছিলেন।
advertisement
মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পরে, আহলাওয়াত জানান, এ বার তাঁর অগ্রাধিকার হবে দলিত এবং অনগ্রসর সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করা।
অতীশির নেতৃত্বাধীন নতুন সরকার দিল্লি বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইবে ২৬-২৭ সেপ্টেম্বর, আপ-এর ডাকা এক অধিবেশনে। অতীশি সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হবে, কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 5:35 PM IST