কুমারীত্ব পরীক্ষায় 'ব্যর্থ' নববধূ, খাপ পঞ্চায়েত বসাল শ্বশুরবাড়ি, চাইল ক্ষতিপূরণ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
যুবতী পুলিশকে বলেন, ''বিকেলে যে রীতি অনুষ্ঠিত হয়, তাতে আমি ব্যর্থ হওয়ার পর মধ্য রাত পর্যন্ত আলোচনা হয়। আমি ভয়ের চোটে কিছু বলতে পারিনি। তার পর আমায় মারধর করেন আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা।''
#ভিলওয়ারা: ২৪ বছরের নববধূকে 'কুমারীত্ব পরীক্ষা'র জন্য বাধ্য করা হল। শুধু তা-ই নয়, যুবতী সেই পরীক্ষায় 'ব্যর্থ' হলে গ্রামের খার পঞ্চায়েত তার বাপেরবাড়িকে নির্দেশ দিয়েছে, তাঁরা যেন মেয়েটির শ্বশুরবাড়ির লোককে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়। এমনই অভিযোগ উঠেছে রাজস্থানের ভিলওয়ারাতে।
পুলিশের এফআইআর-এ যুবতী অভিযোগ জানিয়েছেন, গত ১১ মে, অর্থাৎ বিয়ের প্রথম দিনই তাঁকে 'কুমারীত্ব পরীক্ষা' করানো হয় জোর করে। পরীক্ষায় 'ব্যর্থ' হতেই নববধূর উপর অত্যাচার চালানো হয়। এই ঘটনার পর, ৩১ মে, স্থানীয় মন্দিরে খাপ পঞ্চায়েত বসানো হয়। যেখানে যুবতীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় তাঁর স্বামীর পরিবারকে।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, মেয়েটি পুলিশকে জানিয়েছেন, বিয়ের বেশ কিছু আগে তাঁকে ধর্ষণ করে তাঁর এক প্রতিবেশী। সেই ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করা রয়েছে সুভাস নগর থানায়।
advertisement
আপাতত মেয়েটির শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যুবতী পুলিশকে বলেন, ''বিকেলে যে রীতি অনুষ্ঠিত হয়, তাতে আমি ব্যর্থ হওয়ার পর মধ্য রাত পর্যন্ত আলোচনা হয়। আমি ভয়ের চোটে কিছু বলতে পারিনি। তার পর আমায় মারধর করেন আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা।''
advertisement
আরও পড়ুন: মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে
মণ্ডল ডিএসপি সুরেন্দ্র কুমার বলেন, ''সমাজের অত্যন্ত খারাপ একটি প্রথা, কুকড়ি প্রথার শিকার এই মহিলা। সাঁসি গোষ্ঠীতে এই প্রথা দেখা যায়।''
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 2:58 PM IST