আরেক বাঘিনীকে রড দিয়ে পিটিয়ে ট্র্যাক্টর চাপা দিল গ্রামবাসীরা!

Last Updated:

পুলিশ জানিয়েছে, চাপা দেওয়ার পরেও লোহার রড দিয়ে বাঘিনীটিকে পেটাতে শুরু করে গ্রামের লোকেরা৷

#লখনৌ: মহারাষ্ট্রের পর এ বার উত্তরপ্রদেশ৷ বাঘ-হত্যা চলছেই৷ রবিবার উত্তরপ্রদেশের গ্রামে একটি বাঘিনীকে পিটিয়ে, ট্র্যাক্টর চাপা দিয়ে মারল গ্রামবাসীরা৷ গ্রামবাসীদের বক্তব্য, ওই বাঘটি সম্প্রতি হামলা চালিয়ে গ্রামেরই এক ব্যক্তিকে গুরুতর জখম করে৷ পরে ওই ব্যক্তির হাসপাতালে মৃত্যু হতেই ক্ষোভ ও প্রতিশোধ চাড়া দেয় গ্রামবাসীদের৷
advertisement
মহারাষ্ট্রের জঙ্গলে মানুষখেকো বাঘিনী অবনীকে হত্যার নিন্দায় যখন দেশজুড়ে তৈরি হয়েছে জনমত, তখন উত্তরপ্রদেশের ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করল৷ লখনৌ থেকে ২১০ কিমি দূরে দুধওয়া টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়৷ পুলিশ জানিয়েছে, চাপা দেওয়ার পরেও লোহার রড দিয়ে বাঘিনীটিকে পেটাতে শুরু করে গ্রামের লোকেরা৷
advertisement
advertisement
দুধওয়া জাতীয় উদ্যানের ডিরেক্টর মহাবীর কোজিলাঙ্গির কথায়, 'গত ১০ বছরে ওই অঞ্চলে বাঘের হানায় কারও মৃত্যু বা আহতের ঘটনা ঘটেনি৷ আমরা তদন্ত করছি৷ গ্রামবসীদের বিরুদ্ধে এফআইআর করছি৷ দোষীদের কড়া শাস্তি হবে৷'
advertisement
যদিও গ্রামবাসীদের দাবি, তাঁরা বারবার বনদফতরকে অভিযোগ করে ওই বাঘিনীর বিষয়ে৷ কিন্ত‌ু বনদফতর কোনও পদক্ষেপ করেনি৷ দু সপ্তাহ ধরে তাঁদের আতঙ্কে দিন কেটেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
আরেক বাঘিনীকে রড দিয়ে পিটিয়ে ট্র্যাক্টর চাপা দিল গ্রামবাসীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement