NEET: চিকিৎসক হওয়ার প্রবল ইচ্ছে, এই মেধাবী ছাত্রী যা করলেন, তাক লেগে যাবে...

Last Updated:

NEET: সঙ্কল্প একটাই- যে কোনও মূল্যে তাঁকে চিকিৎসক হতেই হবে। হাজার প্রতিকূলতা স্বত্বেও নিজের স্বপ্নকে বাস্তবে রূপদান করতেই হবে।

অভাবনীয়!
অভাবনীয়!
#নয়াদিল্লি: নিত্যদিন অভাব অনটন। প্রবল অর্থকষ্ট। চার ভাইবোন আর বাবা-মায়ের সংসারে ভালো করে দু'বেলা খাওয়ায় জোটে না,তার ওপর না কি পড়াশোনা! তাও আবার যে সে পড়াশোনা নয়, একেবারে ডাক্তারি পড়ে চিকিৎসক হওয়ার প্রবল বাসনা। কিন্তু এ তো তাঁর সাধনা, স্বপ্নও বটে। সঙ্কল্প একটাই- যে কোনও মূল্যে তাঁকে চিকিৎসক হতেই হবে। হাজার প্রতিকূলতা স্বত্বেও নিজের স্বপ্নকে বাস্তবে রূপদান করতেই হবে।
তামিলনাডুর মাদুরাইয়ের পানামুপ্পানপট্টি (Panamooppanpatty) গ্রামের দীনদরিদ্র কৃষক পরিবারের সন্তান থাঙ্গাপাচি। সম্প্রতি আর্থিক প্রতিকূলতায় ছেদ পড়েছে তাঁর ডাক্তার হওয়ার বাসনায়। শেষ পর্যন্ত নিজের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে তামিলনাডু সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন থাঙ্গাপাচি। ইতিমধ্যেই তামিলনাডুর নিট (NEET) পরীক্ষায় ভালো ভাবে সফল হয়েছেন তিনি। কিন্তু প্রবল অর্থকষ্টের জন্য তাঁর পড়াশোনা মাঝপথে থমকে যাওয়ার জোগাড়।
advertisement
জানা গিয়েছে, হস্টেলে পড়াশোনার খরচ বহন করতে না পেরে শেষ পর্যন্ত থাঙ্গাপাচিকে তাঁর গ্রামের বাড়িতে চলে যেতে হয়েছে চাষের কাজের জন্য। স্থানীয় পানামুপ্পানপট্টি গ্রামের গরিব কৃষক পরিবারের কন্যা থাঙ্গাপাচি। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তাই দায়দায়িত্বের পাশাপাশি বাকি ভাইবোনেদের কাছে আদর্শ তিনি। ঠিক দু' বছর আগে ২০২০ সালে স্থানীয় বিক্রমঙ্গলম কালার হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০২১ এবং ২০২২ শিক্ষাবর্ষে নিট পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন থাঙ্গাপাচি। ২০২১ সালে সফল হয়ে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পান তিনি। কিন্তু বেসরকারি কলেজ বলে কথা। তাই পড়াশোনার পাশাপাশি থাকা, খাওয়ার খরচ বেশি হওয়ায় সেবার ভর্তিই হতে পারেননি তিনি। কিন্তু হাল ছাড়েননি থাঙ্গাপাচি।
advertisement
advertisement
২০২২ শিক্ষাবর্ষে ফের একবার নিট পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়ে সরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে তামিলনাডুর কন্যাকুমারীর মুকাম্বিকা মেডিক্যাল কলেজের ছাত্রী তিনি। কিন্তু সরকারি কলেজ হলেও খরচ কোনও অংশে কম নয়।
advertisement
এ বিষয়ে থাঙ্গাপাচির সাফ কথা, "সরকার শুধু আমার টিউশন ফি দিচ্ছে, থাকা-খাওয়ার ও অন্যান্য খরচের জন্য আমার কাছে কোনও টাকা নেই। তাই পড়াশোনার খরচ জোগাতে আমাকে গ্রামে গিয়ে চাষের কাজ করতে হচ্ছে।" এ হেন পরিস্থিতে বাধ্য হয়েই সম্প্রতি তামিলনাডু সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু এ ভাবে আর কতদিন? শেষ পর্যন্ত থাঙ্গাপাচি কী তাঁর লক্ষ্যে পৌঁছাতে পারবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NEET: চিকিৎসক হওয়ার প্রবল ইচ্ছে, এই মেধাবী ছাত্রী যা করলেন, তাক লেগে যাবে...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement