Real 2 States: রিয়েল 'টু স্টেটস'! অন্ধ্রের ছেলে আর পঞ্জাবি মেয়ের উত্তাল প্রেম, কিন্তু পরিবার?

Last Updated:

সম্প্রতি Twitter-এ নিজের গল্পটি শেয়ার করেন বিবেক। সেখানেই এক একটি পর্বে পুরো ঘটনার বর্ণনা দেন।

#অন্ধ্রপ্রদেশ: যাঁরা প্রেমের নৌকোয় একবার যাত্রা শুরু করেছেন, তাঁদের জন্য পথে হাজার বাধা অপেক্ষা করে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়েই একটি সম্পর্ক পূর্ণতা পায়। কখনও আবার সমাজ, পরিবার, আত্মীয়-পরিজনদের হস্তক্ষেপে পুরো বিষয়টি আরও জটিল হয়ে যায়। আজকাল অবশ্য ডেটিং, প্রেমে পড়া বা বিয়ে খুব সাধারণ বিষয়। তবে যদি প্রেমিক ও প্রেমিকা দুই ভিন্ন রাজ্য ও সংস্কৃতির হয়, তাহলে একটু বেগ পেতে হয়। আর ঠিক একই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের যুবক বিবেক রাজুর (Vivek Raju) সঙ্গে। ঠিক কী হয়েছে? আসুন জেনে নেওয়া যাক!
২০১৪ সালে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি 'টু স্টেটস' (2 States)। চেতন ভগতের (Chetan Bhagat) জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অর্জুন কাপুর (Arjun Kapoor) ও আলিয়া ভাটকে (Alia Bhatt)। সেখানে দুই ভিন রাজ্যের যুবক-যুবতী প্রেমে পড়েছিলেন। আর এই ছবির সঙ্গেই যেন অন্ধ্রপ্রদেশের বিবেকের গল্প মিলে যায়। এখানেও দুই আলাদা সংস্কৃতির ও আলাদা রাজ্যের ছেলে-মেয়ে প্রেমে পড়েছে। বিবেকের বাড়ি অন্ধ্রপ্রদেশে আর তাঁর প্রেমিকার বাড়ি পঞ্জাবে। সম্প্রতি Twitter-এ নিজের গল্পটি শেয়ার করেন বিবেক। সেখানেই এক একটি পর্বে পুরো ঘটনার বর্ণনাদেন। দিন দু'য়েক আগে বাবা-মাকে নিজের সম্পর্কের কথা জানান তিনি। আর ঠিক এখানেই সমস্যা। বিবেকের কথায়, পুরো বিষয়টি শোনার পর মায়ের সম্মতি ছিল। তবে বাবা নীরব হয়ে গিয়েছিলেন।
advertisement
সমস্ত বিষয় কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রেখে শেষমেশ ছেলের প্রেমিকার সঙ্গে দেখা করতে রাজি হন তাঁর বাবা। প্রথমে ভিডিও কলে যোগাযোগের প্ল্যান হয়। কিন্তু তাতে সম্মতি দেননি বাবা। করোনার মাঝেই মেয়ের সঙ্গে মুখোমুখি দেখা করতে চান তিনি।
advertisement
advertisement
অন্য দিকে, বিবেক রাজু (Vivek Raju) জানিয়েছেন, প্রথমের দিকে তাঁদের সম্পর্ক ও মেলামেশা নিয়ে তেমন কোনও সমস্যা হয়নি। প্রেমিকার পরিবারের তরফেও তেমন কোনও অভিযোগ আসেনি। এমনকি তিনি যখন প্রথমবার প্রেমিকার পরিবারের সদস্যদের সব কিছু জানান, তখনও কোনও ঝামেলা হয়নি। তবে তাঁর পরিবারের ক্ষেত্রেই সমস্যার সূত্রপাত। বিবেকের পরিবারে ঠিক কী হয়েছিল, তা নিয়েই ক্রমে কৌতূহল বেড়েছে ফ্যানেদের। শেষমেশ বিবেকের বাবা কি সম্পর্ক মেনে নিয়েছেন? সবার মুখেই একই প্রশ্ন! সব বাধা ও প্রতিবন্ধকতা পেরিয়ে কবে চার হাত এক হবে, সেই অপেক্ষাতেই সবাই!
বাংলা খবর/ খবর/দেশ/
Real 2 States: রিয়েল 'টু স্টেটস'! অন্ধ্রের ছেলে আর পঞ্জাবি মেয়ের উত্তাল প্রেম, কিন্তু পরিবার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement