বিয়ে হতেই তান্ত্রিক ও শ্বশুরবাড়ির আত্মীয়রা মিলে ধর্ষণ করল নববধূকে!

Last Updated:

নববধূর ‘মানসিক অসুস্থতা’ দূর করতে এক তান্ত্রিকের সঙ্গে জোট বেঁধে তাঁকে ধর্ষণ করল শ্বশুরবাড়ির লোকেরা ৷

#হরিয়ানা: বিভৎসতার আর এক নাম হরিয়ানা ৷ বিয়ের এখনও ১ মাসও কাটেনি ৷ তারমধ্যেই নববধূর ‘মানসিক অসুস্থতা’ দূর করতে এক তান্ত্রিকের সঙ্গে জোট বেঁধে তাঁকে ধর্ষণ করল শ্বশুরবাড়ির লোকেরা ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরে ৷ শনিবার ওই বধূর বাবা কুরুক্ষেত্র থানায় অভিযোগ দায়ের করেন ৷
তিনি জানান, এ বছরের ১২ সেপ্টেম্বর যমুনানগরে বিয়ে হয়েছে তাঁর মেয়ের ৷ বিয়ের কিছুদিনের মধ্যেই মেয়ের শ্বশুরবাড়ির তরফে জানানো হয় যে মেয়ে নাকি মানসিকভাবে অসুস্থ ৷ এরপরেই মেয়ের বাড়ি যান তিনি ৷ সেখানে গিয়ে মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয় ৷ মেয়ের জ্ঞান ফিরলে পুরো ঘটনা জানতে পারেন ৷
advertisement
মেয়ে তাঁকে জানান, বিয়ের পরের দিনই বাড়িতে একজন তান্ত্রিক আসে ৷ তান্ত্রিকের পরামর্শে মাদক খাইয়ে দেওয়া হয়েছিল তাঁকে ৷ এরপর তাঁর ভাসুর ও ননদের স্বামী তাঁকে ধর্ষণ করেন ৷ পরের তিনদিন তান্ত্রিকের পরামর্শ মতো নারকম কাজ করতে বাধ্য করা হয়েছিল ওই বধূকে ৷ এই সময়ের মধ্যে আবারও একাধিকবার সবাই মিলে ধর্ষণ করে তাঁকে ৷ এমনকী প্রমাণ লোপাট করতে প্রতিবার ধর্ষণ করার পর নববধূর জামাকাপড়ও পুড়ে ফেলা হয়েছিল ৷ ধর্ষিতার বাবা পুলিশকে জানান, গোটা ঘটনার সঙ্গে মেয়ের শাশুড়ি ও দুই ননদও জড়িয়ে আছেন ৷
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ে হতেই তান্ত্রিক ও শ্বশুরবাড়ির আত্মীয়রা মিলে ধর্ষণ করল নববধূকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement