Karnataka Election Results 2023: রবিবার বিকেল পাঁচটায় ঘোষিত হবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম, ঘোষণা কংগ্রেসের

Last Updated:

Karnataka Election Results 2023: শেষে ডি কে শিবকুমার জানান, রবিবার, বৈঠকের পর চূডান্ত সিদ্ধান্ত জানানো হবে৷ বিজয়ী বিধায়কদের আলোচনার চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম৷

কংগ্রেসের জয়ের পর  নেতারা
কংগ্রেসের জয়ের পর নেতারা
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কেপিসিসি-এর অফিসে জয়ের পর সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালো কর্ণাটক কংগ্রেস৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অনেকেই৷ সেখানে কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানান এঁরা সকলেই৷ শেষে ডি কে শিবকুমার জানান, রবিবার, বৈঠকের পর চূডান্ত সিদ্ধান্ত জানানো হবে৷ বিজয়ী বিধায়কদের আলোচনার চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম৷
এর আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের পর প্রথম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ দিল্লিতে বিপুল জনসমাগমের সামনে দাঁড়িয়ে রাহুল এই জয়ের জন্য ধন্যবাদ জানান কর্ণাটকের সাধারণ মানুষকে৷ পাশাপাশি তিনি বলেলেন, ‘এই জয় ভালবাসার জয়৷ আজ থেকে ঘৃণার বাজার বন্ধ হল, শুরু হল ভালবাসার দোকান৷’
advertisement
advertisement
আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!
দিল্লির কংগ্রেস সদর দফতরের সামনে ভোটের ফল সামনে আসতে শুরু করার পরেই ভিড় জমতে শুরু করে৷ কংগ্রেস যখন ১৩৫ ছুঁয়ে ফেলেছে সেই সময়ে সাংবাদিকদের সামনে আসেন রাহুল গান্ধি৷ চারিদিকে তখন তাঁর নামে জয়ধ্বনী শুরু হয়েছে৷ পাশাপাশি চলছে ঢাক-ঢোল বাজানো, বাজি ফাটানো৷ সাংবাদিকদের দিকে এগিয়ে এসে তিনি প্রথমে সমর্থকদের বলেন, চুপ করতে৷ পাশাপাশি বাজি ফাটানো বন্ধ করতেও তিনি বলেন৷
advertisement
এর পর রাহুল গান্ধি বলেন, ‘কর্ণাটকের সাধারণ মানুষকে ধন্যবাদ৷ পাশাপাশি, সে রাজ্যের কংগ্রেস কর্মী ও সাধারণ সমর্থকদেরও ধন্যবাদ জানাই৷ এই জয়ের ফলে বোঝা গেল, সে রাজ্যে ভালাবাসার দিন শুরু হল, এ জয় ভালাবাসার জয়৷ কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হল, ভালবাসার দোকান শুরু হল৷’ পাশাপাশি তিনি বলেন, ‘যে প্রতিশ্রুতি কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে দেওয়া হয়েছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election Results 2023: রবিবার বিকেল পাঁচটায় ঘোষিত হবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম, ঘোষণা কংগ্রেসের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement