জ্যেঠিমাকে খুন করে দেহ টুকরো টুকরো করল রাজস্থানের যুবক
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদের সময় অনুজের বয়ানে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। ওঁদের বাড়ির সিসিটিভিু ফুটেজেও অনুজকে স্যুটকেস হাতে বেরতে দেখা যায়। তাছাড়া, অভিযুক্তের এক আত্মীয়ও তাঁকে রান্নাঘরে রক্ত মুছতে দেখেছিল।
#রাজস্থান: নিজের জ্যেঠিমাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করল রাজস্থানের জয়পুরের এক যুবক। এখনেই শেষ নয়, তার পরে জ্যেঠিমার মৃতদেহের অংশ দিল্লি হাইওয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় সে। শেষমেশ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১১ ডিসেম্বর বছর তেত্রিশের অনুজ শর্মা ওরফে অচিত্য গোবিন্দ দাস পুলিশের কাছে জানায় যে, গত কয়েকদিন ধরে তাঁর জ্যেঠিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুজেরই অভিযোগের ভিত্তিতে তাঁর জ্যেঠিমা সরোজ শর্মার খোঁজ শুরু করে পুলিশ।
advertisement
advertisement
তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদের সময় অনুজের বয়ানে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। ওঁদের বাড়ির সিসিটিভিু ফুটেজেও অনুজকে স্যুটকেস হাতে বেরতে দেখা যায়। তাছাড়া, অভিযুক্তের এক আত্মীয়ও তাঁকে রান্নাঘরে রক্ত মুছতে দেখেছিল।
সবদিক খতিয়ে দেখে গত ১৩ ডিসেম্বর অনুজকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জ্যেঠিমাকে খুনের কথা কবুল করে সে। জানায়, অনেকদিন ধরেই দিল্লি যেতে চাইছিল অনুজ। জ্যেঠিমা কিছুতেই তাতে রাজি হচ্ছিল না। ঘটনার দিনও জ্যেঠিমা সরোজের সঙ্গে তার এ নিয়ে কথা কাটাকাটি হয়। ঝগড়ার মধ্যেই রাগের চোটে জ্যেঠিমার মাথায় হাতুড়ি আঘাত করে ফেলে। তারপরে অপরাধ ঢাকতে পরে মার্বেল কাটার দিয়ে জ্যেঠিমার দেহ ১০ টুকরো টুকরো করে স্যুটকেসে ভরে ফেলে আসে দিল্লি হাইওয়ের বিভিন্ন জায়গায়।
advertisement
পুলিশ জানিয়েছে, রান্নাঘরে খুন করার পরে জ্যেঠিমার দেহ বাথরুমে নিয়ে যায় অনুজ। সেখানে মার্বেল কাটার দিয়ে দেহ টুকর টুকরো করে। পরে দিল্লি হাইওয়ের বিভিন্ন জায়গায় ফেলে আসে। নিহত সরোজ শর্মার বেশির ভাগল দেহাংশই উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 2:45 PM IST