ত্রিকোণ প্রেমের জেরে দুই মহিলা ও এক যুবককে গাছে বেঁধে গণপিটুনি!

Last Updated:
#মধ্যপ্রদেশ: বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে যায় এক যুবক। তার জেরেই অভিযুক্ত ও তার পরিবারের দুই মহিলাকে গাছে বেঁধে পেটানো হল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল থেকে ২৩০ কিলোমিটার দূরের ধর এলাকায়। এই ঘটনার জেরে পাঁজ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর এলাকার অর্জুন কলোনির বাসিন্দা মুকেশের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল স্থানীয় এক যুবক। পরে তাকে বিয়েও করে। কিছুদিন বাদে এই বিষয়ে কথা বলবে বলে ওই ব্যক্তিকে ডেকে পাঠায় মুকেশ। এরপর পরিবারের দুই সদস্যকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে ওই ব্যক্তি। সেই সুযোগে তাদের একটি গাছে বেঁধে লাঠি দিয়ে পেটাতে থাকে মুকেশ ও তার পরিবারের লোকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময়ে প্রচুর লোক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মুকেশ বা তার পরিবারের সদস্যদের কেউ বাধা দিতে আসেনি। নিগৃহীতদের মধ্যে একজন নাবালিকা থাকলেও কেউ তাকে বাঁচাতে আসেনি। উলটে এই মারধরের দৃশ্যটির ভিডিও তোলে ওখানে দাঁড়িয়ে থাকা লোকজনদের কেউ কেউ। পরে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে দেয়। যা ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু হয় তদন্ত।---
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ত্রিকোণ প্রেমের জেরে দুই মহিলা ও এক যুবককে গাছে বেঁধে গণপিটুনি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement