ক্যাব ড্রাইভার ও ডেলিভারি বয়দের জন্য এবার সরকারি স্বাস্থ্য প্রকল্প

Last Updated:

সারা দেশে ৫০ লক্ষ থেকে ১ কোটি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরা রয়েছেন৷ এমনটাই বলছে সমীক্ষা৷ অথচ তাঁরা যে কোনও রকমের সামাজিক নিরাপত্তা জনিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷

#নয়াদিল্লি:  সারা দেশে ৫০ লক্ষ থেকে ১ কোটি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরা রয়েছেন৷ এমনটাই বলছে সমীক্ষা৷ অথচ তাঁরা যে কোনও রকমের সামাজিক নিরাপত্তা জনিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷
এবার সুদিন দেখতে চলেছেন তাঁরা৷ শীঘ্রই তাঁদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় নিয়ে আসবে ইএসআইসি (এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন)৷ এমনটাই ভাবনা ভারত সরকারের৷
সংসদে গত সেপ্টেম্বরেই সামাজিক সুরক্ষা কোডের অধীনে এই বিল পাশ হয়ে গিয়েছে৷ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ইএসআইসি-র মাধ্যমে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের এই প্রথম স্বাস্থ্যজনিত সুযোগ দিতে চলেছে প্রকল্প চালু করে৷
advertisement
advertisement
এখন প্রশ্ন হচ্ছে গিগ ও প্ল্যাটফর্ম কর্মী বলেত কাদের বোঝায়? সাধারণত যাঁরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনান্য সংস্থার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে অর্থ উপার্জন করে৷ যেমন 'ফুড অ্যাগ্রেগেটর্স' কোম্পামি জোমাটো-সুইগি ও 'ট্যাক্সি অ্যাগ্রেগেটর্স' কোম্পানি ওলা-উবার রয়েছে৷ এদের হয়ে ডেলিভারি বয় ও ক্যাব ড্রাইভার হিসেবে যাঁরা কাজ করেন তাঁরাই গিগ ও প্ল্যাটফর্ম কর্মী৷
advertisement
কেন্দ্রীয় শ্রম সচিব অপূর্ব চন্দ্র 'দ্য প্রিন্ট'কে বলেছেন, “আমাদের মন্ত্রক স্বাস্থ্য প্রকল্প নিয়ে কাজ করছে যাতে সামাজিক সুরক্ষা কোডের অধীনে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের মধ্যে আনা যায়৷" এই বিষয় আরও জানা যাচ্ছে যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক প্রতিটি বড় মেজর গিগ কোম্পানিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে৷ সকলেই সরকারের প্রস্তাবে সহমত পোষণ করেছে৷
advertisement
ক্যাব ড্রাইভার ও ডেলিভারি বয়দের জন্য কেন্দ্রীয় সরকার যে তহবিল গড়বে তা সামাজিক নিরাপত্তা ফান্ড দিয়েই হবে৷ গিগ কোম্পানিগুলিকে তাদের কর্মীদের জন্য বার্ষিক টার্নওভারের ১ থেকে ২ শতাংশ দিত হবে সরকারকে৷ কিন্তু অ্যাগ্রেগেটর্সদের অবদান কখনই ৫ শতাংশের বেশি হবে না৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্যাব ড্রাইভার ও ডেলিভারি বয়দের জন্য এবার সরকারি স্বাস্থ্য প্রকল্প
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement