#জয়পুর: রাজস্থানের বিদাসরে এক বিদেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওষুধের নমুনার ব্যাবহারিক প্রয়োগ জীবজন্তুর ওপর না করে সরাসরি কিছু অস্থায়ী কর্মীদের ওপর প্রয়োগ করা হয় ৷
ঘটনায় অসুস্থ হয়ে পড়েন মজুররা ৷ অসুস্থদের চুরু জেলার জলপানি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সূত্রের দাবি সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কর্মীদের অর্থের বিনিময়ে প্রলুব্ধ করা হয় ৷ বলা হয় মানুষের সেবার বিনিময়ে প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হবে ৷
আরও পড়ুন : কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেই এই তারকা
আহতরা সংবাদ মাধ্যমকে জানায় তারা ১৮ এপ্রিল এসেছিল কাজে যোগ দিতে, আজ মোটে তিন দিন এরই মধ্য়ে এমন কাণ্ড ৷ মানুষের সেবার বিনিময়ে টাকা দেওয়া হবে এই বলেই তাদের আনা হয়েছে ৷ ২১ জনের মধ্যে ১৬ জনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৷
আহতদের মধ্যে একজন জানিয়েছেন ওষুধ খাওয়ার পর থেকে তাঁরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন ৷ এখন সারা শরীরে দুর্বলতা অনুভব করছেন ৷
আরও পড়ুন : আধারই গ্রাহক পরিচয়ের একমাত্র মানদণ্ড জানাল রিজার্ভ ব্যাঙ্ক
রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন তাঁরা পরিস্থিতি বু্ঝে ব্যাবস্থা নিচ্ছেন ৷ ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গড়া হয়েছে ৷ আশা করা হচ্ছে দ্রুত তদন্ত সম্পন্ন হবে, দোষীরা সাজা পাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।