‘হয় শস্য চাষ করো, নয় মূত্র পান করো’

Last Updated:

দলিত হওয়ার শাস্তি পেতে হল উত্তরপ্রদেশের এক কৃষককে ৷ পছন্দ মতো শস্যের চাষ না করায় ওই দলিত কৃষককে মারধর করা হল ৷

#উত্তরপ্রদেশ: দলিত হওয়ার শাস্তি পেতে হল উত্তরপ্রদেশের এক কৃষককে ৷ পছন্দ মতো শস্যের চাষ না করায় ওই দলিত কৃষককে মারধর করা হল ৷ শুধু তাই নয়, তাঁকে বাধ্য করা হল মূত্র পান করতেও ৷ এ বার এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বাদাউন এলাকার চার কৃষকের বিরুদ্ধে ৷
গত রবিবারের ঘটনা ৷ সীতারাম বাল্মিকী বাদাউনের বাসিন্দা ৷ ছোট একটি ফার্ম রয়েছে তাঁর ৷ ওই দিন মাঠে গম বুনতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময়ই ঘটনাস্থলে উপস্থিত হন আরও চারজন কৃষক ৷ ওই এলাকায় উচ্চ সম্প্রদায়ভুক্ত বলে পরিচিত তাঁরা ৷ ওই চার কৃষক সীতারামকে তাঁদের দেওয়া গম প্রথমে বুনতে আদেশ করেন ৷ অস্বীকার করলে মারধর করা হয় সীতারামকে ৷ জুতো পেটাও করা হয় তাঁকে ৷ গোঁফ ছেঁটে দেওয়া হয় ৷ মূত্রত্যাগ করে তা খেতে বাধ্য করা হয় ৷ এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন সীতারামের স্ত্রী ৷
advertisement
advertisement
অভিযুক্ত চার কৃষক বিজয় সিং, বিক্রম সিং, সোমপাল সিং এবং পিঙ্কুকে গ্রেফতার করেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘হয় শস্য চাষ করো, নয় মূত্র পান করো’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement