বরোদার রাস্তায়-পার্কে ৮ ফিট লম্বা কুমির, চলছে পাকড়াও করার প্রচেষ্টা ! দেখুন 'লাইভ রেসকিউ' ভিডিও
Last Updated:
কুমিরের ভয়ে ঘরবন্দি বরোদার বাসিন্দারা। বরোদা রেল স্টেশন ও কমাঠী বাগ অঞ্চলে পৌঁছেছেন বনদফতরের আধিকারিকরা, চলছে ৮ ফিট লম্বা কুমির ধরার প্রচেষ্টা
#বরোদা: আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বরোদার বাসিন্দাদের! লোকালয়ে কুমিরের আতঙ্ক। রাস্তাঘাটে ঘুরে বেরাচ্ছে কুমির! ভয়ে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা স্থানীয়দের। কুমিরের ভয়ে ঘরবন্দি বরোদার বাসিন্দারা। বরোদা রেল স্টেশন ও কমাঠী বাগ অঞ্চলে পৌঁছেছেন বনদফতরের আধিকারিকরা, চলছে ৮ ফিট লম্বা কুমির ধরার প্রচেষ্টা। প্রশাসনের তরফে জানানো হয়, টানা বৃষ্টির ফলে বিশ্বামিত্র নদীতে জল বেড়ে গিয়েছে, নদী ছাপিয়ে জল ঢুকেছে শহরে। সেই জলের তোড়েই কুমির ঢুকে পড়েছে লোকালয়ে। কুমিরের ভয়ে কমাঠী পার্কে প্রাতভ্রমণের নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বন্যা কবলিত মহারাষ্ট্রেরও চরম দুর্দশা! চিপলুনের দাদরে রাস্তার ধারের নর্দমায় দেখা মেলে ৮ ফুট লম্বা কুমিরের! চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে উদ্ধার করে। বনদফতরের তরফে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির জন্য বশিষ্টি নদীর জল উপচে পড়ে। তখনই কুমিরটি নদী থেকে লোকালয়ে চলে আসে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2019 12:47 PM IST