সাভারকর সম্পর্কে 'বেফাঁস' মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মামলা

Last Updated:

গত ৪ ডিসেম্বর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশ থেকে পৌঁছেছে রাজস্থানে। বর্তমানে সেখানেই রয়েছেন কংগ্রেস নেতা।

#লখনউ: সাভারকর সম্পর্কে আপত্তিকর মন্তব্য ঘিরে এবার বিপাকে রাহুল গান্ধি। রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের লখনউয়ের এক আদালতে।
রাহুলের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতিও দিয়েছে আদালত। এ বিষয়ে হজরতগঞ্জ পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কোর্ট। রাহুলের বিরুদ্ধে মামলা করার আর্জি জানিয়ে মামলাকারী জানান, সাভারকারকে নিয়ে রাহুল যে ধরনের মন্তব্য করেছেন, তাতে দেশে হিংসা ছড়াতে পারে। বিঘ্নিত হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এরপরেই, এ বিষয়ে মামলা করার অনুমতি দিয়ে পুলিশের কাছে এ বিষয়ে তথ্য তলব করে আদালত। আগামী ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
advertisement
advertisement
গত ৪ ডিসেম্বর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশ থেকে পৌঁছেছে রাজস্থানে। বর্তমানে সেখানেই রয়েছেন কংগ্রেস নেতা। অভিযোগ, ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের আকোলাতে সভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলে রাহুল। রাহুল দাবি করেছিলেন, প্রাক স্বাধীনতা পর্বে সাভারকর ইংরেজদের সাহায্য করেছিলেন। রাহুলের এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে নিন্দায় সরব হয় বিজেপি।
বাংলা খবর/ খবর/দেশ/
সাভারকর সম্পর্কে 'বেফাঁস' মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মামলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement