সাভারকর সম্পর্কে 'বেফাঁস' মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মামলা

Last Updated:

গত ৪ ডিসেম্বর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশ থেকে পৌঁছেছে রাজস্থানে। বর্তমানে সেখানেই রয়েছেন কংগ্রেস নেতা।

#লখনউ: সাভারকর সম্পর্কে আপত্তিকর মন্তব্য ঘিরে এবার বিপাকে রাহুল গান্ধি। রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের লখনউয়ের এক আদালতে।
রাহুলের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতিও দিয়েছে আদালত। এ বিষয়ে হজরতগঞ্জ পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কোর্ট। রাহুলের বিরুদ্ধে মামলা করার আর্জি জানিয়ে মামলাকারী জানান, সাভারকারকে নিয়ে রাহুল যে ধরনের মন্তব্য করেছেন, তাতে দেশে হিংসা ছড়াতে পারে। বিঘ্নিত হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এরপরেই, এ বিষয়ে মামলা করার অনুমতি দিয়ে পুলিশের কাছে এ বিষয়ে তথ্য তলব করে আদালত। আগামী ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
advertisement
advertisement
গত ৪ ডিসেম্বর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশ থেকে পৌঁছেছে রাজস্থানে। বর্তমানে সেখানেই রয়েছেন কংগ্রেস নেতা। অভিযোগ, ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের আকোলাতে সভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলে রাহুল। রাহুল দাবি করেছিলেন, প্রাক স্বাধীনতা পর্বে সাভারকর ইংরেজদের সাহায্য করেছিলেন। রাহুলের এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে নিন্দায় সরব হয় বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাভারকর সম্পর্কে 'বেফাঁস' মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মামলা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement